লিসবনে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন

বাংলাদেশ দূতাবাস লিসবনে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যে বুধবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়েছে।
লিসবন দূতাবাসের আয়োজিত স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালনের আলোচনা সভা অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ এবং পর্তুগাল প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন।
পরবর্তীতে দূতাবাসের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ এবং প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে এক মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাষ্ট্রদূত রেজিনা আহমেদ তাঁর বক্তব্যে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেন।
তিনি বলেন, আজকের দিনটি বাংলাদেশকে বিশ্বের দরবারে মাথা উচুঁ করে দাঁড়ানোর জন্য সামনের দিনগুলোতে কাজ করে যাওয়ার অঙ্গিকার করার দিন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় গ্রহণের দিন এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে এগিয়ে যাওয়ার দিন।
পরবর্তীতে তিনি প্রবাসী বাংলাদেশিদের সাথে মতবিনিময় করেন এবং কন্স্যুলার সেবা সহ প্রবাসী বাংলাদেশিদের যে কোন কাজে সহযোগিতা করার আশ্বাস দেন। তাদেরকে বৈধ পথে রেমিট্যান্স প্রেরণের জন্য আহ্বান জানান। আলোচনা সভাশেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসের উপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।সবশেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারবর্গ, জাতীয় চার নেতা এবং মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহিদদের আত্মার মাগফেরাত ও প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য কামনা করে বাংলাদেশের সার্বিক উন্নয়নের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
(ঢাকা টাইমস/১১জানুয়ারি/প্রতিনিধি/এসএ)

মন্তব্য করুন