বরগুনায় মিষ্টির কারখানায় টয়লেট

বরগুনা জেলার চান্দখালী বাজারে পুষ্প কলি সুইট নামে একটি মিষ্টির দোকানের কারখানায় পাওয়া গেছে টয়লেট। এ কারখানার মিষ্টিই প্রতি ৪০০ থেকে ৫০০ টাকা দরে বিক্রি বিক্রি করছেন মালিক। এ মিষ্টি তৈরিতে ব্যবহার করা হচ্ছে নিষিদ্ধ বিভিন্ন কেমিক্যাল।
স্থানীয়রা বলেন, মিষ্টির কারখানার অবস্থা যদি এই হয়। তাহলে এই মিষ্টিতো আর সাধারণ জনগণ কিনবে না। অস্বাস্থ্য পরিবেশে তৈরি করা হয়েছে মিষ্টি।
পুষ্প কলি সুইট মিষ্টি কারখানার কারিগর শ্রীবাস কারখানার অনিয়ম ত্রুটি স্বীকার করেছেন।
পুষ্প কলি সুইট মিষ্টি দোকানের মালিক বাদল বলেন, কারখানায় টয়লেট আছে ব্যবহার করা হয় না। আমি অচিরেই কারখানা সরিয়ে নিব।
বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহম্মেদ বলেন, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
(ঢাকাটাইমস/১২জানুয়ারি/প্রতিনিধি/জেডএম)

মন্তব্য করুন