সংবিধান বানায় শাসকরা আর গঠনতন্ত্র বানায় জনগণ: ফরহাদ মজহার

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ
  প্রকাশিত : ০৩ মে ২০২৫, ১৬:৩৩
অ- অ+

কবি, চিন্তাবিদ ও দার্শনিক ফরহাদ মজহার বলেছেন, গঠনতন্ত্র মানে রাষ্ট্র গঠন করবার একটি নকশা, একটা আলোচনা, একটা সিদ্ধান্ত এটাকেই বলে গঠনতন্ত্র। তারা বলে সংবিধান। এক সংবিধান দিয়ে তারা আপনাকে আবারও শাসন এবং শোষণ করতে চায়। সংবিধান বানায় শাসকরা। আর গঠনতন্ত্র প্রণয়ন করে জনগণ।

শুক্রবার সন্ধ্যায় সিরাজগঞ্জ পাবলিক লাইব্রেরি মিলনায়তন চত্বরে জনপাঠ আয়োজিত ‘জুলাই অভ্যুত্থান: জন আকাঙ্ক্ষা ও রাষ্ট্রগঠন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন।

ফরহাদ মজহার বলেন, আপনারা দলবাজ হচ্ছেন, দলের পক্ষে গুন্ডামি করে যাচ্ছেন। এটাকে তো রাজনীতি বলে না, রাজনীতি মানে দেশ সম্পর্কে চিন্তা করা। আগামী দিনের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা। রাষ্ট্র গঠন আগে তারপর সরকার। আমরা আগে ঘর বানাব তারপরে ঘরে বাস করব। এই তো কথা এটা কঠিন নাকি? যদি এটা কঠিন না লাগে, তাহলে বলেন আমরা কেন নির্বাচন নির্বাচন করব? আগে ঘরটা বানাতে হবে, গঠনতন্ত্র প্রণয়নের কথা বলেন।

ফরহাদ মজহার আরও বলেন, যারা এখন নির্বাচন নির্বাচন করছেন তারা কী বলেন? তারা বলেন, নির্বাচন দাও আমরা ক্ষমতায় যাই, আমরা আবার চেটেপুটে লুটপাট করে খাই। আওয়ামী লীগ ১৫ বছর করেছে আমরাও আবার ১৫ বছর করব।

জুলাই অভ্যুত্থানে রাজনৈতিক দলের সম্পৃক্ততার কথা উল্লেখ করে তিনি বলেন, এই আন্দোলনে রাজনৈতিক দল অবশ্যই অংশগ্রহণ করেছে, তবে তারা দল আকারে অংশগ্রহণ করে নাই। জনগণ আকারে অংশগ্রহণ করেছে। দল আকারে যদি করত তাহলে তো বিএনপিই এখন ক্ষমতায় থাকত। আপনারা কি চান না একটা বিকেন্দ্রীকৃত শাসনব্যবস্থা। আপনাদের ওপর কি পুলিশ সারাক্ষণ ডান্ডা ঘুরাবে?

তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি প্রতিটি রাজনৈতিক দলে দেশপ্রেমিক জনগণকে ভালোবাসে এমন মানুষ আছে। এই সব বিচক্ষণ মানুষের কাছে আমার মিনতি, আসেন আমরা যুক্তিসংগত কথা বলি যাতে এই সরকারকে একটা পূর্ণ ক্ষমতাসম্পন্ন সরকার করতে পারি এবং নতুন গঠনতন্ত্র প্রণয়নের প্রক্রিয়া আমরা নিতে পারি।

(ঢাকা টাইমস/০৩মে/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পুরানা পল্টনে সাব্বির টাওয়ারের আগুন নিভল
এক দিন পিছিয়ে মঙ্গলবার দেশে ফিরছেন খালেদা জিয়া
শেখ হাসিনার অপকর্মের খবর রাখতেন বলেই সাগর-রুনিকে হত্যা করা হয়েছে: সালাম আজাদ
আল্লামা সুলতান যওক নদভীর ইন্তেকালে জামায়াত আমিরের শোক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা