নেত্রীকে মারপিট, খুলনা মহানগর মহিলা দলের কমিটি বিলুপ্ত

খুলনায় মহানগর বিএনপি কার্যালয়ের সামনে মহিলা দল নেত্রী সৈয়দা আরিফা আশরাফি চুমকিকে মারপিটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় খুলনা মহানগর মহিলা দলের কমিটি বিলুপ্ত করা হয়েছে। শনিবার মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটি বিলুপ্তির তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, 'আজ জাতীয়তাবাদী মহিলা দল খুলনা মহানগর শাখার ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি বিলুপ্ত করা হয়েছে। অতিসত্বর খুলনা মহানগর কমিটি গঠন করা হবে।'
এর আগে শুক্রবার বিকালে বিএনপি কার্যালয়ের সামনে খুলনা মহানগর মহিলা দলের যুগ্ম সম্পাদক সৈয়দা আরিফা আশরাফি চুমকিকে মারপিট করেন সভানেত্রী আজিজা খানম ও এলিজার অনুসারীরা। বিষয়টি তিনি মহিলা দলের কেন্দ্রীয় নেতাদের অবগত করেন।
(ঢাকা টাইমস/০৩মে/এসএ)

মন্তব্য করুন