ফ্রান্সে শহীদ মিনার বিতর্কে উদ্বিগ্ন প্রবাসীরা, দূতাবাসকে এগিয়ে আসার আহ্বান

ইউরোপ ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ জানুয়ারি ২০২৪, ১২:৪৮
অ- অ+

ফ্রান্সের তুলুজে প্রথম স্থায়ী শহীদ মিনার নির্মাণের পর হঠাৎ শহীদ মিনারের মালিকানা দাবি করে উদ্যোক্তাদের বিরুদ্ধে মামলার হুমকিসহ উকিল নোটিশ পাঠানোর অভিযোগ উঠেছে ভাস্কর নভেরা আহমেদের স্বামী দো ব্রোন গ্রেগোয়ারের বিরুদ্ধে। আর এ শহীদ মিনার বিতর্কে উদ্বিগ্ন ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।

শহীদ মিনার মালিকানার দাবি নিয়ে প্যারিসের বাংলাদেশ দূতাবাসের হলরুমে ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূতের সঙ্গে এক মতবিনিময় সভা করেছে ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দে।

এ মতবিনিময় সভায় ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দের মাধ্যমে ফ্রান্সের তুলুজে নির্মিত শহীদ মিনার কেন্দ্রিক সৃষ্ঠ বিতর্ক বিষয়ে বাংলাদেশ দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত খন্দকার এম তালহাকে অবহিত করা হয়।

সভার শুরুতে কমিউনিটির বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নেতৃবৃন্দ ইউনেস্কোর রিকশার স্বীকৃতি প্রাপ্তির কারণে মান্যবর রাষ্ট্রদূতের চেষ্টা ও শ্রমের প্রশংসা করেন এবং মান্যবর রাষ্ট্রদূতকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান।

এসময় কমিউনিটি নেতৃবৃন্দ সম্প্রতি নির্মিত দ্বিতীয় শহীদ মিনারের মালিকানা সমস্যা নিয়ে রাষ্ট্রদূতকে অবগত করেন এবং তারা এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেন।

শহীদ মিনারের মালিকানার দাবি করে যে বিতর্ক সৃষ্টি হয়েছে সেটি ফ্রান্সের মূল ধারায় ফরাসি কমিউনিটিতে বাংলাদেশিদের ব্যাপারে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে বলে আশঙ্কা প্রকাশ করে এক্ষেত্রে দূতাবাসের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপের আহবান জানানো হয়।

রাষ্ট্রদূত কমিউনিটি নেতৃবৃন্দের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং এর সমস্যার সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দেন।

সভায় বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা ও মতবিনিময় হয়। এ সময় উপস্থিত ছিলেন কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে প্রবীন নেতা সোহরাব মৃধা, মনজুরুল হাসান চৌধুরী সেলিম, সাত্তার আলী সুমন, দেলোয়ার হোসেন কয়েস, আবু তাহির, কৌশিক রাব্বানী, মো. লুৎফুর রহমান বাবু, মাসুদ মিয়া, সালাম হোসেন রহমান, মারুফ অমিতসহ অনেকেই।

(ঢাকাটাইমস/১৪জানুয়ারি/প্রতিনিধি/জেডএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা