প্রেম, গোপন বিয়ে ও হানিমুন নিয়ে যা জানালেন অর্ষা

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ জানুয়ারি ২০২৪, ১০:০৬
অ- অ+

মাস খানেক আগে বিয়ে করেছেন ছোটপর্দার সুপরিচিত অভিনেত্রী নাজিয়া হক অর্ষা। সেই খবর প্রকাশ করেছেন দুদিন হলো। জনপ্রিয় এই অভিনেত্রী বিয়ে করেছেন তার সহশিল্পী অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরানকে। তার আগে এ জুটি প্রেমের সম্পর্কে ছিলেন।

রবিবার রাতে একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এসব তথ্য জানান অর্ষা নিজেই। বিয়ের প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার মা অসুস্থ। অনেকদিন ধরে কিডনির সমস্যায় ভুগছেন। মায়ের ইচ্ছাতেই দুই পরিবার নিয়ে বিয়েটা করেছি। কোনো অনুষ্ঠান করিনি।’

স্বামী ইমরানের সঙ্গে জঙ্গলে তোলা কয়েকটি ছবি সম্প্রতি ফেসবুকে পোস্ট করে বিয়ের খবর জানান অর্ষা। যদিও ওটা জঙ্গল নয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছিল বলে জানান অভিনেত্রী।

অর্ষা বলেন, ‘বিয়েটা হয়েছে আমাদের মোহাম্মদপুরের বাসায়। ছবিগুলো বিয়ের পরদিন তোলা। বিয়ের দিন অত্যন্ত সাদামাটাভাবে সব হয়েছে, ছবিও তোলা হয়নি সেদিন। পরদিন আমার বোনেরা বলল, কিছু ছবি তুলে রাখা উচিত। তাদের সিদ্ধান্তেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গিয়ে ছবিগুলো তোলা।’

বিয়েটা কবে হয়েছে- এ প্রসঙ্গে অর্ষা বলেন, ‘তিন মাস আগে আমাদের বাগদান হয়। বিয়ে হয়েছে মাসখানেক আগে। তবে সেই দিনটা প্রকাশ করতে চাই না। শিগগির একটা বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করব। সেদিনকেই আমরা বিয়ের দিন হিসেবে মনে রাখতে চাই।’

স্বামী ইমরানের সঙ্গে পরিচয় প্রসঙ্গে অর্ষা বলেন, ‘২০২০ সালে বায়োস্কোপ অরিজিনালস সিরিজ ‘সুন্দরী’ করতে গিয়ে ইমরানের সঙ্গে পরিচয়। দুই বছর সম্পর্কটা শুধু সহশিল্পীরই ছিল। ২০২২ সালে সম্পর্কটা আরও গাঢ় হয়। বন্ধুত্বের গণ্ডি পেরিয়ে সেটা কখন ভালোবাসার হয়ে গেল বুঝতেও পারিনি।’

অভিনেত্রী বলেন, ‘একটা সময় মনে হয়েছে, আমাদের মধ্যে বোঝাপড়াটা দারুণ। একে অন্যকে খুব সহজেই পড়তে পারি। ভালো লাগা, মন্দ লাগার বিষয়গুলোও মিলে যায়। মোট কথা একটা আরামের জায়গা আছে। এরপর দুই পরিবারে আমাদের ইচ্ছার কথা জানিয়ে দিই।’

ধনী ব্যক্তি আর তারকাদের বিয়ের পর হানিমুন একটি সাধারণ বিষয়। ইমরান-অর্ষা কবে কোথায় করবেন সেই হানিমুন?

অর্ষার কথা, ‘হানিমুনের সময় এখনো হয়নি। ইমরান তো রবিবার থেকে শুটিংয়ে, আমিও আজ (সোমবার) রাজশাহী যাবো। সেখানে ‘ক্যাম্পাস’ ধারাবাহিকের টানা শুটিং হবে। মাসখানেক পর হয়তো আমরা কিছুটা সময় পাবো। তখন হানিমুনের সিদ্ধান্ত।’

২০০৯ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় তৃতীয় রানারআপ হন অর্ষা। এরপর শুরু করেন নাটকে অভিনয়। ১০০টিরও বেশি টিভি নাটকে দেখা গেছে তাকে। অভিনয় করেছেন চলচ্চিত্রেও। ‘অর্পিতা’ ও ‘১৯৭১ সেই সব দিন’ সিনেমা দুটিতে দেখা গেছে তাকে।

(ঢাকাটাইমস/১৫জানুয়ারি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কেউ যেন ভোটের অধিকার কুক্ষিত করার ষড়যন্ত্র করতে না পারে: তারেক রহমান 
আকাশপথ খুলে দিয়েছে পাকিস্তান
বিএনপির তারুণ্যের সমাবেশে অতিথির আসনে তামিম ইকবাল
ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশ নিয়ে আলোচনা : ‘দেশে অলিগার্ক শ্রেণির প্রভাব দিন দিন বাড়ছে, যা অত্যন্ত উদ্বেগজনক’
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা