তীব্র শীতেও বোরো ধান রোপণে ব্যস্ত কৃষকরা

আশরাফ গোলাপ, কেন্দুয়া (নেত্রকোণা)
  প্রকাশিত : ১৬ জানুয়ারি ২০২৪, ১৭:০৩| আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪, ১৭:৫৮
অ- অ+

নেত্রকোণার কেন্দুয়ায় সরকারি প্রণোদনার সার ও বীজ সময়মতো পাওয়ায় বীজতলা তৈরি করে তীব্র শীতেও বোরো ধানের চারা রোপণ শুরু করেছেন স্থানীয় কৃষকরা।

পৌষের শিরশিরে হিমেল হাওয়ায় বয়ে চলা কনকনে শীত উপেক্ষা করে কেন্দুয়ায় বোরো ধানের চারা লাগাতে ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন এলাকার কৃষকরা।

এ অঞ্চলে সাধারণত আউশ, আমন, গম ও বোরো ধানের প্রচুর আবাদ হয়ে থাকে। নিচু জমি যেমন খাল-বিল ঘেঁষা রয়েছে সেসব জমিতে আগাম চাষ দিয়ে সেচের মাধ্যমে ধানের চারা রোপণ করা হয়। রবি মৌসুমে পৌষ-মাঘ দুই মাস বোরো ধান রোপণের উপযুক্ত সময়।

উপজেলার মোজাফফরপুর ইউনিয়নের জালিয়ার হাওর এলাকায় গিয়ে দেখা যায়, প্রচণ্ড শীত উপেক্ষা করে কাদা পানিতে বসে বোরো ধানের চারা উঠাচ্ছেন সলিম উদ্দিন নামের এক কৃষক। পাশেই শ্রমিকরা ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন।

রাসেল নামের এক কৃষক জানান, প্রতি কাঠা জমি চাষ করিয়েছেন ৪০০ টাকা করে। ৫০০ টাকা কাঠা চুক্তিতে শ্রমিক দিয়ে ধানের চারা রোপণের কাজ করানো হচ্ছে। মোটরচালিত পাম্প থেকে পানির ব্যবস্থা থাকায় সহজেই খেতে সেচ দিতে পারছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা জানান, চলতি রবি মৌসুমে কেন্দুয়া উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ২০ হাজার ৭১৫ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। বীজতলা করা হয়েছে ১০৫০ হেক্টর জমিতে। অধিক ফসল উৎপাদনে বোরো আবাদে কৃষকদের আরও উৎসাহী ও সহযোগিতার লক্ষ্যে কৃষি বিভাগের মাধ্যমে ৯৩০০ জন কৃষককে ৯৩০০ বিঘা জমিতে চাষ করার জন্য বোরো হাইব্রিড ২ কেজি বীজ, উফসী জাতের জন্য ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার সরকারি প্রণোদনা হিসেবে দেওয়া হয়েছে।

(ঢাকাটাইমস/১৬জানুয়ারি/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তথ্য সুরক্ষিত রয়েছে: ব্র্যাক ব্যাংক  
এএসপি পলাশ সাহার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার, যা জানাল র‍্যাব
ভারতের ‘পুশ-ইন’ প্রচেষ্টা অন্যায্য: জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
ভারত-পাকিস্তানের সামরিক হামলার নিন্দা, শান্তিপূর্ণ সমাধানের আহ্বান তারেক রহমানের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা