সাইকেল নিয়ে ৬৪ জেলা ভ্রমণে বের হলেন সাকিব

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি, ঢাকাটামস
  প্রকাশিত : ১৬ জানুয়ারি ২০২৪, ১৭:৫৪
অ- অ+

‘জীবাশ্ম জ্বালানি বন্ধ হোক, সুরক্ষিত থাকুক ধরণীর লোক’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সাইকেল চালিয়ে বাংলাদেশর ৬৪ জেলায় ভ্রমণ করতে কক্সবাজারের টেকনাফ থেকে যাত্রা শুরু করেছেন সাইদুর রহমান সাকিব নামের চট্টগ্রাম পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এক শিক্ষার্থী।

সাকিব চট্টগ্রামের লোহাগাড়া কলাউজান গ্রামের শফিক আহমেদের পুত্র।

মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে কনকনে শীত উপেক্ষা করে টেকনাফের অলিয়াবাদ শাপলা চত্বরের জিরো পয়েন্ট থেকে যাত্রা শুরু করেন সাকিব।

৬৪ জেলা ভ্রমণের অনুভূতি ও উদ্দেশ্য বিষয়ে জানতে চাইলে সাইদুর রহমান সাকিব বলেন, মূলত ৬৪ জেলা ভ্রমণের উদ্দেশ্যে হল পুরো বাংলাদেশকে একবার ঘুরে দেখা। প্রতিটি জেলায় একটি করে বৃক্ষ রোপণ করা।

এবারের যাত্রা ৪৫-৫০ দিনের মতো সময় লাগতে পারে। পড়ালেখার পাশাপাশি নিজের দেশটাকে ঘুরে দেখা ইচ্ছা এবং তরুণ প্রজন্মকে জানাতে চাই, নিজের দেশের নাগরিক হয়ে একবার হলেও দেশটিকে ঘুরে দেখা দরকার। হোক সাইকেল চালিয়ে বা গাড়িতে করে না হয় পায়ে হেঁটে।

তিনি আরও বলেন- আমরা সবাই পড়াশোনা বা এদিক সেদিক কাজ করতে করতে ব্যস্ত হয়ে পড়ি এবং সারাক্ষণ শহরের থাকতে থাকতে এক জায়গায় থাকতে বিরক্ত লেগে আসে। এরই পরিপ্রেক্ষিতে সময় হলে বা সময় বের করে প্রতিটি মানুষের উচিত একবার হলেও দেশটাকে ভ্রমণ করা।

(ঢাকাটাইমস/১৬জানুয়ারি/ ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তথ্য সুরক্ষিত রয়েছে: ব্র্যাক ব্যাংক  
এএসপি পলাশ সাহার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার, যা জানাল র‍্যাব
ভারতের ‘পুশ-ইন’ প্রচেষ্টা অন্যায্য: জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
ভারত-পাকিস্তানের সামরিক হামলার নিন্দা, শান্তিপূর্ণ সমাধানের আহ্বান তারেক রহমানের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা