গ্রামপুলিশ হত্যার বিচার দাবি

​​​​​​​বাবুগঞ্জ (বরিশাল)প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ জানুয়ারি ২০২৪, ১৩:৫৯
অ- অ+
বরিশালের বাবুগঞ্জে অনুষ্ঠিত মানববন্ধন।

রাজবাড়ীতে গ্রামপুলিশ সদস্য রণজিৎ কুমার দে হত্যার বিচার দাবিতে বরিশালের বাবুগঞ্জে মানববন্ধন করেছে বাংলাদেশ গ্রামপুলিশ বাহিনী বরিশালের বাবুগঞ্জ উপজেলা শাখা।

বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের রহমতপুর বাসস্টেশনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

বাংলাদেশ গ্রামপুলিশ বাহিনী বাবুগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. রাজিব হোসেন রাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে, বাংলাদেশ গ্রামপুলিশ বাহিনী এয়ারপোর্ট থানার সাধারণ সম্পাদক সঞ্জীব কুমার দাস, বাবুগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক জিয়াউর রহমান খান, গ্রাম পুলিশ লিটন হাওলাদার, মো. আলম হোসেন, শ্যামল বর্মণ, মেনাজ ফকির, হানিফ দফাদার, ইকবাল হোসেন, ইউসুফ ব্যাপারী, খোকন মৃধা, মো. সামিম সুনিল চন্দ্র হালদার প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, ‘ভোটকেন্দ্র পাহারা দিতে গিয়ে গ্রাম পুলিশ সদস্য রণজিৎ কুমার দে জীবন দিয়েছেন। যারা তাকে হত্যা করেছে তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। গ্রেপ্তার না করা হলে বাবুগঞ্জ উপজেলা থেকে কঠোর কর্মসূচি গ্রহণ করার হুঁশিয়ারি দেওয়া হয়।

সরকারের কাছে দাবি জানিয়ে বক্তারা বলেন, রণজিৎ কুমারের মতো আর কোনো গ্রামপুলিশকে খুন না হতে হয় জন্য গ্রাম পুলিশকে আরও সু সংগঠিত করতে হবে। একই সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জারি করা জাতীয়করণের পরিপত্রটি বাস্তবায়নের দাবি জানান তারা।

উল্লেখ্য, গত জানুয়ারি রাতে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার চর আড়কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র পাহারার দায়িত্বে থাকা গ্রামপুলশি সদস্য রনজিৎ কুমারকে শ্বাসরোধে হত্যা করে দুর্বৃত্তরা।

রঞ্জিত কুমার দে বালিয়াকান্দির চর আড়কান্দি গ্রামের শিবেন্দ্র নাথের ছেলে।

(ঢাকাটাইমস/১৭জানুয়ারি/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খালেদা জিয়ার গাড়িবহরে মোটরসাইকেল নিষিদ্ধ
রাজবাড়ীতে মাদক ও হত্যাচেষ্টা মামলায় সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার
বাংলাদেশিদের জন্য মেডিকেল ভিসা প্রক্রিয়া সহজ করল চীন
শামা ওবায়েদের গাড়িবহরে হামলা: ১৯ আ.লীগ নেতাকর্মী কারাগারে 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা