মুন্সীগঞ্জে অটোরিকশা ছিনতাই করতে চালককে ছুরিকাঘাতে খুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ জানুয়ারি ২০২৪, ১৪:১৭
অ- অ+

মুন্সীগঞ্জের শ্রীনগরে অটোরিকশা ছিনতাই করার জন্য চালক জসিম মুন্সীকে (৪০) ছুরিকাঘাতে খুন করা হয়েছে।

মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার রাঢ়িখাল ইউনিয়নের কবুতর খোলা দারুল উলম মাদরাসা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার পরপরই স্থানীয় জনতা ছিনতাইকারী মো. আলীকে (৩৫) আটক করে র‌্যাবের কাছে সোপর্দ করেছে।

নিহত জসিম মুন্সী উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের মান্দ্রা গ্রামের মৃত ছালাম মুন্সীর ছেলে। ছিনতাইকারী মো. আলী একই এলাকার আক্কেল গাজীর নাতি।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে জসিম মুন্সীর অটোরিকশাটি ভাড়া করে কবুতর খোলা এলাকায় এলে তা ছিনতাইয়ের চেষ্টা করেন মো. আলী। এ সময় জসিম মুন্সী বাধা দিলে তাকে ছুরিকাঘাত করা হয়।

জসিম মুন্সীর চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে তাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে রাত সাড়ে ৯টার দিকে জসিম মুন্সীকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত ঘোষণা করা হয়।

এদিকে ছিনতাইকারী মো. আলী দৌড়ে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে ধরে র‌্যাবের কাছে সোপর্দ করেছে।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল তায়াবীর জানান, হত্যার ঘটনায় স্থানীয়রা একজনকে আটক করেছে। পরে র‌্যাব স্থানীয়দের কাছ থেকে আটক ব্যক্তিকে তাদের হেফাজতে নিয়েছে।

(ঢাকাটাইমস/১৭জানুয়ারি/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খালেদা জিয়ার গাড়িবহরে মোটরসাইকেল নিষিদ্ধ
রাজবাড়ীতে মাদক ও হত্যাচেষ্টা মামলায় সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার
বাংলাদেশিদের জন্য মেডিকেল ভিসা প্রক্রিয়া সহজ করল চীন
শামা ওবায়েদের গাড়িবহরে হামলা: ১৯ আ.লীগ নেতাকর্মী কারাগারে 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা