মহেশপুর সীমান্তে ৪০ স্বর্ণের বারসহ একজন আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকা থেকে চার কোটি পাঁচ লাখ ৯৯ হাজার ৪৭১ টাকা মূল্যের ৪ কেজি ৬৬৫.৫৪ গ্রাম ওজনের ৪০টি স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে বিজিবি। আটককৃত মো. রিমন হোসেন মহেশপুর উপজেলার মাটিলা বাগানপাড়া গ্রামের মো. হজরত আলী ছেলে।
বুধবার ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)’র অধিনায়ক মাসুদ পারভেজ রানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সকাল সাড়ে ৮টার দিকে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধিনায়ক নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন চোরাকারবারীরা মাটিলা সীমান্ত এলাকা দিয়ে স্বর্ণ পাচারের উদ্দেশ্যে সীমান্তের দিকে গমন করবে। এই তথ্যের ভিত্তিতে অধিনায়কের নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের ৭ সদস্যের একটি বিশেষ টহল দল দুইভাবে বিভক্ত হয়ে অধিনায়ক এবং উপ-অধিনায়ক মেজর মাহমুদুল হাসান সীমান্ত পিলার ৫২/১৮-আর হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ওই এলাকার শহিদুল মণ্ডলের বাঁশবাগানের মধ্যে দুইটি পৃথক স্থানে অ্যাম্বুশ নিয়ে বসে থাকে। গোয়েন্দা তথ্যের বর্ণনা মোতাবেক আনুমানিক সাড়ে ৮টার দিকে দুজন চোরাকারবারী পায়ে হেঁটে সীমান্তের দিকে যাওয়ার সময় অ্যাম্বুশ দল তাদের চ্যালেঞ্জ করে। এসময় চোরাকারবারীরা তাদের সাথে থাকা একটি সাদা কাপড়ের বেল্ট সাদৃশ্য বস্তু ভূট্টা ক্ষেতের মধ্যে ফেলে পালানোর চেষ্টা করলে বিজিবি টহলদল তাদের পিছু ধাওয়া করে। চোরাকারবারীদের মধ্যে একজন ঘন কুয়াশার সুযোগ নিয়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায় এবং অপর একজন চোরাকারবারীকে মোবাইলসহ আটক করা হয়।
চোরাকারবারীদের ফেলে দেওয়া সাদা কাপড়ের ভেতরে খাকী রং এর কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৪ কেজি ৬৬৫.৫৪ গ্রাম ওজনের ৪০টি স্বর্ণের বার জব্দ করা হয়। আটককৃত স্বর্ণের বারের আনুমানিক মূল্য চার কোটি পাঁচ লাখ ৯৯ হাজার ৪৭১ টাকা। স্বর্ণের বার শুল্ক কর ফাঁকি দিয়ে ভারতে পাচারের জন্য বহন ও নিজ জিম্মায় রাখায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। আটককৃত আসামির বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা দায়ের এবং স্বর্ণের বার ঝিনাইদহ ট্রেজারী অফিসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। আটককৃত স্বর্ণের বার এবং একটি মোবাইলের সর্বমোট মূল্য চার কোটি ছয় লাখ ১৬ হাজার ৯৭১ টাকা সিজার লিস্টে উল্লেখ করা হয়।
(ঢাকা টাইমস/১৭জানুয়ারি/প্রতিনিধি/এসএ)

মন্তব্য করুন