কৃষকের জমি দখলের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ জানুয়ারি ২০২৪, ১৯:৪২
অ- অ+

গাজীপুরের কালিয়াকৈরে এক ইউপি সদস্যের বিরুদ্ধে কৃষকের জমির লক্ষাধিক টাকার গাছ কেটে জমি দখলের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ওই ইউপি সদস্য গাজীপুরের কালিয়াকৈর উপজেলা উত্তর দাড়িয়াপুর এলাকার আব্দুল খালেক মিয়ার ছেলে মাসুদ মিয়া। তিনি সূত্রাপুর ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য।

স্থানীয় ও ভুক্তভোগী কৃষক সূত্রে জানা যায়, কালিয়াকৈর উপজেলার উত্তর দাড়িয়াপুর এলাকার কৃষক মহিউদ্দিন মিয়ার ১৫ শতক জমি অভিযুক্ত ইউপি মেম্বার মাসুদ তার দলবল নিয়ে দীর্ঘদিন ধরে দখলের পাঁয়তারা করে আসছেন। এক পর্যায়ে কয়েক মাস আগে সেখানে সন্ত্রাসী বাহিনী নিয়ে জমি থেকে লক্ষাধিক টাকার গাছ কেটে মাটি ফেলে ভরাটের চেষ্টা করেন মাসুদ। এ সময় কৃষক পরিবারকে মারধর করেন তারা।

এ ঘটনায় ভুক্তভোগী কৃষক মহিউদ্দিন বাদী হয়ে ওই ইউপি সদস্যসহ তার সহযোগীদের বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করেন।

এ ব্যাপারে অভিযুক্ত ইউপি সদস্য মাসুদ মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, জমি আমি কিনেছি৷ এটা স্থানীয় চেয়ারম্যানকে সঙ্গে নিয়ে মীমাংসা করা হবে।

মামলাটি তদন্তের ভার দেয়া হয়েছে কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর ইউনিয়নের চেয়ারম্যান সোলাইমান মিন্টুকে।

তিনি বলেন, এটি নিয়ে এর আগেও অনেক ঝামেলা হয়েছে। পরে আদালত থেকে আমাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। আগামীকাল যাচাই-বাছাই করা হবে।

(ঢাকাটাইমস/১৭জানুয়ারি/ ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বেগমগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে মা-মেয়ে নিহত, বাবা আহত
আ.লীগ নিষিদ্ধে দ্রুত সিদ্ধান্ত না এলে ফের ‘মার্চ টু ঢাকা’:  নাহিদ ইসলাম
আ.লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে ভৈরবে বিক্ষোভ মিছিল
যেখানেই অতিরিক্ত মানুষের সমাগম, সেখানেই ওয়াটার স্প্রের ব্যবস্থা করছে ডিএনসিসি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা