টাকা লেনদেনের দ্বন্দ্বে স্বর্ণ চোরাকারবারির গুলি, চাচা ভাতিজা নিহত

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ জানুয়ারি ২০২৪, ২০:০৫| আপডেট : ১৭ জানুয়ারি ২০২৪, ২১:০৮
অ- অ+

টাকা লেনদেনের দ্বন্দ্বে ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণ চোরাকারবারি আকাল মণ্ডলের গুলিতে শামীম হোসেন (৩২) ও মন্টু মিয়া (৫০) নামে অপর দুই স্বর্ণ চোরাকারবারি নিহত হয়েছেন।

বুধবার বিকাল ৪টায় মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের সীমান্তবর্তী বাঘাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শামীম হোসেন মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের শামসুল হকের ছেলে এবং মন্টু মিয়া একই গ্রামের নয়ন মণ্ডলের ছেলে। তারা সম্পর্কে চাচা ভাতিজা। আকাল মণ্ডল বাঘাডাঙ্গা গ্রামের পনিয়াটি পাড়ার টেনা মণ্ডলের ছেলে।

এলাকাবাসী জানান, বাঘাডাঙ্গা সীমান্ত এলাকা দিয়ে দীর্ঘদিন ধরে শামীম,মন্টু ও তরিকুলসহ ৫/৬ জন স্বর্ণ চোরাচালান করে আসছিল। সম্প্রতি চোরাচালানের টাকা ভাগাভাগি নিয়ে তাদের মধ্যে বিরোধ তৈরি হয়। বুধবার বিকালে শামীম ও মন্টু টাকা চাইতে আকাল মণ্ডলের কাছে যায়। এসময় আকালের সঙ্গে শামীম ও মন্টুর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আকাল তার হাতে থাকা পিস্তল দিয়ে শামীম ও মন্টুকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন শামীম। পরে গুলিবিদ্ধ মন্টুকে উদ্ধার করে পার্শ্ববর্তী জীবননগর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। এ ঘটনায় শামীমের বাবা সামছুল মন্ডলও (৬৫) আহত হয়েছেন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে মহেশপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে ২টি গুলির খোসা উদ্ধার করেছে।

নেপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল আলম মৃধা জানান, চোরাচালানের টাকা ভাগাভাগি নিয়ে বিরোধের কারণেই এই হত্যাকাণ্ড ঘটেছে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান ঢাকা টাইমসকে এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। লাশ পুলিশ হেফাজতে আছে।

(ঢাকাটাইমস/১৭জানুয়ারি/প্রতিনিধি/পিএস)।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
সাংবাদিক সাইদুরের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ 
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত রিপোর্ট দাখিল সোমবার
এবার বাংলাদেশের চার টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ করল ভারত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা