কুষ্টিয়ায় কলেজছাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার ৪

কু‌ষ্টিয়া প্রতি‌নি‌ধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ জানুয়ারি ২০২৪, ২১:৩৩
অ- অ+

কু‌ষ্টিয়ার গড়াই নদের চরে ঘুরতে যাওয়া দ্বাদশ শ্রেণির এক কলেজছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গে‌ছে। এ সময় সঙ্গে থাকা বন্ধুকে মারধর ও আটকে রেখে দুইজনের আপ‌ত্তিকর ছ‌বি তুলে চাঁদা দা‌বি করা হয়।

গত শ‌নিবার (১৩ জানুয়া‌রি) বিকালে সদর উপজেলার হাটশ হ‌রিপুর ইউনিয়‌ন লাগোয়া গড়াই নদে চরে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মঙ্গলবার রাতে ওই কলেজ ছাত্রীর বন্ধুর ম‌া ছিনতাই, চাঁদা আদায়, চাঁদা দাবি ও ধর্ষণের চেষ্টার অভিযোগ এনে চার জনকে আসামি করে কু‌ষ্টিয়া মডেল থানায় মামলা দায়ের করেছেন।

ডি‌বি পুলিশ অ‌ভিযান চা‌লি‌য়ে সদর উপ‌জেলার হ‌রিপুর থেকে আসামিদের গ্রেপ্তার করেছে।

বুধবার (১৭ জানুয়া‌রি) সকালে কু‌ষ্টিয়া ডি‌বি পু‌লি‌শের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মাহফুজুর রহমান এ তথ‌্য নি‌শ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলো শহরের কমলাপুর এলাকার আব্দুল হান্নানের ছেলে আসিফ হোসেন (২৪), আলিমের ছেলে মেহেদী হাসান (২২), মৃত জহুরুল ইসলামের ছেলে সোহাগ ইসলাম (২৪) ও মাসুদ শেখের ছেলে কবির শেখ (১৯)।

পু‌লিশ ও ভুক্ত‌ভোগীরা জানান, ১৩ জানুয়ারি (শনিবার) বিকালে ওই কলেজছাত্রী তার এক বন্ধুর সঙ্গে শেখ রাসেল কুষ্টিয়া-হরিপুর সংযোগ সেতুতে ঘুরতে যায়। পরে তারা ব্রিজ থেকে নেমে হাটশ হ‌রিপুর সংলগ্ন গড়াই নদের চরে ঘুরতে গেলে ক‌য়েকজন য‌ুবক তাদের পিছু নেই। সংঘবদ্ধ দল‌টি তা‌দের সুবিধাজনক স্থানে পেয়ে প্রায় এক ঘন্টা আটকে রেখে বন্ধুকে মারধর করে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। এসময় তাদের কাছে থাকা নগদ ৫ হাজার টাকা কেড়ে নেয়। পরে তারা আরও টাকা দাবি করে। ওই কলেজছাত্রী ছিনতাইকারীদের হাত থেকে রক্ষা পেতে তার এক বান্ধবীকে কল করে মেহেদী না‌মে একজনের নগদ একাউন্টে ৩ হাজার টাকা পাঠা‌নোর ব‌্যবস্থা ক‌রেন। টাকা নেওয়ার পরও ওই ক‌লেজছাত্রী ও তার বন্ধুর ছবি ও ভিডিও মোবাইলে ধারণ করে তারা। পরে আসিফ নামে এক যুবক কলেজ ছাত্রী‌কে আলাদা স্থানে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরবর্তী‌তে ২০ হাজার টাকা চাঁদা দেওয়ার স‌ত্ত্বে তাদেরকে ছে‌ড়ে দেওয়া হয়।

ঘটনাটি কাউকে জানালে তাদের ছবি ইন্টারনেটে খারাপভাবে উপস্থাপন করা হবে বলেও হুমকি দেয় সংঘবদ্ধ দল‌টি। ঘটনার পরেরদিন ১৪ জানুয়ারি (রবিবার) রাত ১১ টা ৩৪ মিনিটের সময় ওই কলেজছাত্রীর বন্ধুর নাম্বারে ফোন দিয়ে আসিফ চাঁদার ২০ হাজার টাকা দাবি করে। না দিলে বড় ধরনের ক্ষতি করবে বলেও হুমকি দেয়। পরবর্তী‌তে কলেজ ছাত্রীর বন্ধুর প‌রিবারের লোকজন গতকাল (মঙ্গলবার) ঘটনাটি পুলিশকে জানা‌য়। পরে পু‌লিশ অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে ওই ভুক্তভোগী কলেজছাত্রী বলেন, আমার মতো আর কারো সঙ্গে এ ধরনের ঘটনা যেন আর না ঘটে।

তাই জ‌ড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

কলেজছাত্রীর বন্ধু জানান, মেয়েটির সন্মান যেন ক্ষুণ্ণ না হয় সে‌দিক বি‌বেচনা করে আপনারা অপরাধীদের বিরুদ্ধে সংবাদ প‌রিবেশন করেন। যেন একই ঘটনা অন‌্য কারোর সঙ্গে আর না ঘটে।

কু‌ষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সোহেল রানা বলেন, আসামি‌দের গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আদালতে পাঠা‌নো হয়েছে।

(ঢাকাটাইমস/১৭জানুয়ারি/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শাকিব খানের শুটিং সেটে প্রাণ গেল স্টান্টম্যানের, যা জানা গেল
খালেদা জিয়ার গাড়িবহরে মোটরসাইকেল নিষিদ্ধ
রাজবাড়ীতে মাদক ও হত্যাচেষ্টা মামলায় সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার
বাংলাদেশিদের জন্য মেডিকেল ভিসা প্রক্রিয়া সহজ করল চীন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা