রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ জানুয়ারি ২০২৪, ১১:১৫| আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪, ১১:৪৫
অ- অ+

রাজধানীর হাতিরঝিল ও কাকরাইল মোড়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আইনজীবীসহ দুইজন নিহত হয়েছেন।

এদের মধ্যে হাতিরঝিলে প্রাইভেট কারের ধাক্কায় মো. জাহিদুল মিয়া(২৪)নামে এক মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্য হয়েছে। বুধবার রাত ১২টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাত পৌনে একটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জাহিদুলের বন্ধু সৌরভ হোসেন (২৯) আহত হয়েছেন।

আহত হওয়া সৌরভ হোসেনের স্ত্রী ইসরাত জাহান জানান, সৌরভ হোসেন এবং তার বন্ধু জাসিদুল মিয়া হাতিরঝিল এলাকায় একটি মোটরসাইকেল গ্যারেজে কাজ করেন। বুধবার রাত সাড়ে ৯টার দিকে সৌরভের নিজের মোটরসাইকেলে করে জাসিদুলকে নিয়ে তারা স্থানীয় থানায় যাচ্ছিলেন একটি কাজে। এমন সময় হাতিরঝিলে একটি প্রাইভেটকার পেছন থেকে তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। ছিটকে পড়ে দুজনই গুরুতর আহত হন। পথচারীরা তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে, জাসিদুলকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আর সৌরভকে নিউরোসার্জারি বিভাগে ভর্তি রাখা হয়েছে। নিহত মো. জাহিদুল মিয়া কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার মো. মহিউদ্দিনের ছেলে।

এদিকে কাকরাইল মোড়ে বাস ধাক্কায় মোকলেসুর রহমান (৭৫) নামে সুপ্রিম কোর্টের আইনজীবী এক আইনজীবী নিহত হয়েছেন। কাকরাইল মোড়ে বাসের ধাক্কায় নিহত মুখলেসুর রহমানের ছেলে শরীফ ইবনে রহমান জানান, তাদের বাড়ি কুমিল্লা দেবিদ্বার উপজেলায়। বর্তমানে সবুজবাগের বাসাবো মুগদাপাড়া এলাকায় থাকেন। তার বাবা সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। পাশাপাশি তিনি পুরান পল্টনে চেম্বারে বসতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৮জানুয়ারি/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পুশ ইন ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে নিরাপত্তা জোরদার বিজিবির
বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দলীয়করণ করা হবে না: আমিনুল হক 
বেগমগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে মা-মেয়ে নিহত, বাবা আহত
আ.লীগ নিষিদ্ধে দ্রুত সিদ্ধান্ত না এলে ফের ‘মার্চ টু ঢাকা’:  নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা