সালথায় সহকর্মীর রহস্যজনক মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন

ভোট কেন্দ্রে দায়িত্ব পালনের সময় রণজিত কুমার দে (৪৫) নামে এক গ্রাম পুলিশ সদস্যের রহস্যজনক মৃত্যুর ঘটনার প্রতিবাদে ফরিদপুরের সালথায় মানববন্ধন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১টায় সালথা উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন করেন সালথা উপজেলার গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা।
উপজেলা গ্রাম পুলিশ বাহিনীর সভাপতি মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন, উপজেলা গ্রাম পুলিশ বাহিনীর সহসভাপতি ইলিয়াছ শেখ, সাধারণ সম্পাদক মাসুদ আলী, সাংগঠনিক সম্পাদক হেমায়েত হোসেন, দপ্তর সম্পাদক তৈয়াবুর রহমান, প্রচার সম্পাদক জাকির হোসেন প্রমুখ।
বক্তারা তাদের সহকর্মী রণজিত কুমারের মৃত্যুর রহস্য উৎঘাটনের জন্য জোর দাবি জানান।
গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী জেলার বালিয়াকান্দী সদর ইউনিয়নের চরআড়কান্দী ভোট কেন্দ্রে নিয়োজিত গ্রাম পুলিশ রণজিত কুমারের রহস্যজনক মৃত্যু হয়।
(ঢাকাটাইমস/১৮জানুয়ারি/এআর)
মন্তব্য করুন