সন্ধ্যায় শিল্পকলা একাডেমিতে ‘অভিশপ্ত আগস্ট’ নাটকের ১৩৯তম মঞ্চায়ন

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ জানুয়ারি ২০২৪, ১০:৩৭
অ- অ+

বাঙালি জাতির ইতিহাসে সবচেয়ে কলঙ্কিত দিন ১৯৭৫ সালের ১৫ আগস্ট। ওই রাতে বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করা হয়। ইতিহাসে এমন নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা বিরল।

শোকাবহ সেই কালো রাতের নৃশংস হত্যাকাণ্ডের উপর ইতিহাস-আশ্রয়ী গবেষণালব্ধ সাড়া জাগানো নাটক ‘অভিশপ্ত আগস্ট’। শুক্রবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় (মূল মিলনায়তন) বাংলাদেশ পুলিশ থিয়েটারের প্রযোজনায় নাটকটির ১৩৯তম মঞ্চায়ন অনুষ্ঠিত হবে।

‘অভিশপ্ত আগস্ট’ নাটকটির তথ্য সংকলন ও গবেষণায় ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিপিএম (বার) পিপিএম (বার) এবং রচনা ও নির্দেশনায় পুলিশ পরিদর্শক মো. জাহিদুর রহমান। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশ পুলিশ থিয়েটার অ্যান্ড কালচারাল ক্লাবের পুলিশ সদস্যরা।

নাটকে ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের বিভিন্ন ঘটনাবলীর উপর স্মৃতিচারণ করে দৃশ্যায়ন করা হয়েছে। বিভিন্ন ঘটনাবলী উপস্থাপনের মধ্য দিয়ে ১৫ আগস্টে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনার দৃশ্য মঞ্চায়ন হবে।

বাংলাদেশ পুলিশই সর্বপ্রথম ১৫ আগস্টের এই নির্মম ঘটনা নিয়ে নাটক তৈরি করে। নাটকটি বাংলাদেশের জনসাধারণের মাঝে বেশ সাড়া ফেলে। যার ফলশ্রুতিতে নাটকটি বাংলাদেশে সবচেয়ে বেশি মঞ্চায়িত হয়।

(ঢাকাটাইমস/১৯জানুয়ারি/এলএম/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাক সেনাপ্রধানকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন, উত্তেজনা কমানোর উপায় খুঁজতে দুপক্ষকে আহ্বান
আ.লীগ নিষিদ্ধসহ তিন দফা দাবি: শাহবাগে দ্বিতীয় দিনের মতো চলছে বিক্ষোভ
পাকিস্তানের গোলাবর্ষণে ভারতীয় কর্মকর্তার মৃত্যু
বরেণ্য সংগীতশিল্পী মুস্তাফা জামান আব্বাসী আর নেই
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা