রাজশাহীতে বাসের ধাক্কায় ভ্যানচালক ও শিশুসহ দুজন নিহত

রাজশাহী ব্যুরো, ঢাকা টাইমস।
  প্রকাশিত : ২০ জানুয়ারি ২০২৪, ১৫:০২
অ- অ+
দুর্ঘটনাকবলিত ভ্যান।

রাজশাহীর মোহনপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক শিশুসহ দুজন নিহত হয়েছেন। ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতরা হলেন, ভ্যান চালক সিরাজ (৫০) ভ্যানযাত্রী শিশু আব্দুল্লাহ্ (১২)

নিহতের স্বজনরা জানান, বাগমারার ভবানীগঞ্জ থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস রাজশাহীর দিকে যাওয়ার এসময় সইপাড়া এলাকায় একটি ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক আব্দুল্লাহ শিশু আব্দুল্লাহ ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আব্দুল্লার বাবা কুদ্দুস এবং তার বোন নাফিজা।

পুলিশ জানায়, বাসটির চালক সহকারী পালিয়ে গেছে। তবে বাসটি জব্দ করা হয়েছে ঘটনায় মোহনপুর থানায় একটি মামলা দায়ের করা হচ্ছে বলে জানানো হয়েছে।

(ঢাকাটাইমস/২০জানুয়ারি/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি, ভ্যাপসা গরমে হাঁসফাঁস 
সরাইলে আমগাছ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু 
আ.লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ ব্লকের ঘোষণা এনসিপির
রাঙ্গাবালীতে কৃষক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা