রাজশাহীতে বাসের ধাক্কায় ভ্যানচালক ও শিশুসহ দুজন নিহত

রাজশাহীর মোহনপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক ও শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতরা হলেন, ভ্যান চালক সিরাজ (৫০) ও ভ্যানযাত্রী শিশু আব্দুল্লাহ্ (১২)।
নিহতের স্বজনরা জানান, বাগমারার ভবানীগঞ্জ থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস রাজশাহীর দিকে যাওয়ার এসময় সইপাড়া এলাকায় একটি ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক আব্দুল্লাহ ও শিশু আব্দুল্লাহ ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আব্দুল্লার বাবা কুদ্দুস এবং তার বোন নাফিজা।
পুলিশ জানায়, বাসটির চালক ও সহকারী পালিয়ে গেছে। তবে বাসটি জব্দ করা হয়েছে এ ঘটনায় মোহনপুর থানায় একটি মামলা দায়ের করা হচ্ছে বলে জানানো হয়েছে।
(ঢাকাটাইমস/২০জানুয়ারি/প্রতিনিধি/পিএস)

মন্তব্য করুন