অসহায় শীতার্তদের পাশে বাংলাদেশ যুব শান্তি সংঘ

অসহায়, দিনমজুর শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণে করেছে বাংলাদেশ যুব শান্তি সংঘ। বাংলাদেশ যুব শান্তি সংঘের সভাপতি মো.ইসরাফিল শেখের উদ্যোগে রাজধানীতে ২০০ কম্বল বিতরণ করা হয়।
শুক্রবার দিবাগত রাতে রাজধানীর যাত্রাবাড়ী, কাজলা, মাতুয়াইল, বাশের পোল, স্টাফ কোয়ার্টারসহ বিভিন্ন এলাকায় অসহায় মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় তিনি বলেন, বিভিন্ন সংকটে সরকারের পাশাপাশি বাংলাদেশ যুব শান্তি সংঘ নিজ উদ্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ায়। আমরা করোনা ও বন্যাসহ আপদকালীন সময়ে দেশের হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছি। এবারও শীতবস্র নিয়ে অসহায় শীতার্তদের পাশে দাঁড়িয়েছি।
ঢাকাটাইমস/২০জানুয়ারি/জেএ/এসআইএস)

মন্তব্য করুন