দূষিত বায়ুর শহর: দ্বিতীয় স্থানে ঢাকা, ‘খুব অস্বাস্থ্যকর’ বায়ু

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় এখন দ্বিতীয় স্থানে রয়েছে ঢাকা। শহরটির স্কোর দেখা যাচ্ছে ২৩১, যা ‘খুব অস্বাস্থ্যকর’ বলে ধরা হয়। এখন শীর্ষে রয়েছে ভারতের কলকাতা, শহরটির স্কোর ২৬৩ এবং বায়ুমান ‘খুব অস্বাস্থ্যকর’। ২০৫ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের করাচি, যার বায়ুমান ‘খুব অস্বাস্থ্যকর’।
রবিবার স্থানীয় সময় সকাল ৯টা ০১ মিনিটে বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের বাতাসের মান সূচকে (এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআই) এ তথ্য উঠে আসে।
তালিকায় এখন চতুর্থ স্থানে রয়েছে ভারতের দিল্লি, স্কোর ১৯০; পঞ্চম স্থানে পাকিস্তানের লাহোর, স্কোর ১৮০; ষষ্ঠ স্থানে উগান্ডার কামপালা, স্কোর ১৬৯; সপ্তম উজবেকিস্তানের তাশখন্দ স্কোর ১৬৬; অষ্টম মিয়ানমারের ইয়াঙ্গুন, স্কোর ১৬৩; নবম নেপালের কাঠমান্ডু, স্কোর ১৬৩; দশম স্থানে অবস্থান করছে ভারতের মুম্বাই, স্কোর ১৬০।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।
একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। আর ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
(ঢাকাটাইমস/২১জানুয়ারি/এফএ)

মন্তব্য করুন