কুলাউড়ায় দুই সন্তানকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগে মা আটক

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
  প্রকাশিত : ২১ জানুয়ারি ২০২৪, ১০:৩৬| আপডেট : ২১ জানুয়ারি ২০২৪, ১৩:৩৪
অ- অ+
বাবার সঙ্গে শিশু রাদিয়ান ও রাইয়ান (ছবি-সংগৃহীত)।

মৌলভীবাজারের কুলাউড়ায় নিজের দুই যমজ শিশুপুত্র রাদিয়ান আহমদ (৪) ও রাইয়ান আহমদকে (৪) পানিতে চুবিয়ে হত্যার অভিযোগে মা রিমা বেগমকে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার উত্তরভাগ এলাকার বাচ্চু মিয়ার স্ত্রী। তবে রিমা বেগম মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে।

রবিবার সকালে উপজেলার বরমচাল ইউনিয়নের উত্তরভাগ গ্রাম থেকে তাকে আটক করা হয়।

এর আগে শনিবার গভীর রাতে রাদিয়ান আহমদ (৪) ও রাইয়ান আহমদকে (৪) পানিতে চুবিয়ে হত্যা করেন রিমা বেগম।

স্থানীয়রা জানান, প্রবাসী বাচ্চু মিয়ার মানসিক ভারসাম্যহীন স্ত্রী রীমা বেগমকে রাতে ঘরে না দেখে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। পরে বাড়ির পেছনের পুকুরে গিয়ে দেখেন ৪ বছর বয়সী ছেলে দুটিকে পানিতে চুবাচ্ছে। এসময় স্বামী তাদের উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ আলী মাহমুদ ঢাকা টাইমসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

(ঢাকাটাইমস/২১জানুয়ারি/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
সাংবাদিক সাইদুরের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ 
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত রিপোর্ট দাখিল সোমবার
এবার বাংলাদেশের চার টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ করল ভারত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা