বেতন বাড়ানোর কথা বললেই বস চটে যান? জানুন উপায়

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২২ জানুয়ারি ২০২৪, ১৬:১১| আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ১৬:১৪
অ- অ+

শুরু হয়েছে নতুন আরও একটি বছর। এরই সঙ্গে চাকরিজীবীদের পার হয়েছে তাদের কর্মজীবনের আরও একটি বছর। গত এক বছরে দাম বেড়েছে অনেক জিনিসের। বেড়েছে সংসার খরচ। তাই বসকে বেতনের কথা না বললেই নয়। কিন্তু কীভাবে বলা যায় তা নিয়েই ভাবনা সবার।

কারোই মেজাজ-মর্জি সবসময় একরকম থাকে না। অফিসের বসরাও এর ব্যতিক্রম নন। নিজের প্রতিষ্ঠান এবং পরিবার নিয়ে নানা কাজে, নানা চিন্তায় কাটে তাদের প্রতিটা মুহূর্ত। কখনো মেজাজ থাকে ফুরফুরে, কখনো বা কোনো কারণে উত্তপ্ত।

তাই অসময়ে বা বারবার কোনো যৌক্তিক দাবি বা চাওয়াতেও চটে যেতে পারেন অফিসের বসরা। তাই বসকে না চটিয়ে কীভাবে আপনার দাবি বা চাওয়া-পাওয়ার কথা তাকে বলবেন, তার জন্য রইল কয়েকটি সহজ উপায়।

সঠিক সময় বাছুন

বেতন বাড়ানোর কথা বসকে বলা জরুরি। তবে সময়টা ঠিকভাবে বাছতে হবে। বসের মেজাজ খারাপ থাকলে সেসময় এমন কথা তুললে হিতে বিপরীত হতে পারে। তাই মুড ভালো রয়েছে এমন একটি সময় বেছে নিন।

প্রমাণ প্রস্তুত রাখুন

বেতনের ব্যাপারে কথা তুললেই বসরা এতদিন কেমন কাজ করেছেন তা দেখতে চান। কখন কেমন কাজ করেছেন তার একটি নোট নিজের কাছে রাখা ভালো। সেটি বেতন নিয়ে কথা বলার সময় দারুণ সাহায্য করবে আপনাকে।

মনে আত্মবিশ্বাস রাখুন

প্রতিষ্ঠানের উন্নতিতে আপনার ভূমিকা অনেকটাই। আপনার কাজ প্রতিষ্ঠানেরই অংশ। তাই বেতন নিয়ে আলোচনা করতে দ্বিধাবোধ করবেন না। বসের কাছে শান্ত মাথায় এই কথা তুলুন। মনে আত্মবিশ্বাস রাখুন, প্রতিষ্ঠানের কাছে আপনি মূল্যবান কর্মী।

একটা আন্দাজ রাখুন

বেতন কতটা বাড়ানোর কথা বলবেন? এর জন্য আগে থেকে মনে একটি অঙ্ক কষে নিন। আপনার মতো একই পদে অন্য প্রতিষ্ঠানের কর্মীরা কত বেতন পাচ্ছেন তা যাচাই করে‌ নিন। সেই মতো কতটা বেশি বেতন পাওয়ার কথা জানাবেন, ঠিক করে নিন।

হাল ছাড়বেন না

বেতন নিয়ে সমস্যার সমাধান সাধারণত একটি সাক্ষাতেই হয় না‌। তাই ধৈর্য রাখুন। একবার বলায় বস পাশ কাটিয়ে দিলেও ধৈর্য হারাবেন না। এক মাস পর আরেকবার কথা প্রসঙ্গে বেতনের কথা তুলুন। তবে ঘনঘন বললে কিন্তু হিতে বিপরীত হতে পারে।

(ঢাকাটাইমস/২২জানুয়ারি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা