বিপিএল: দুপুরে মুখোমুখি হচ্ছে রংপুর-সিলেট

বাংলাদেশ প্রিমিয়ার লিগ- বিপিএলের দশম আসরে আজও মাঠে গড়াবে দুটি ম্যাচ। রংপুর রাইডার্স-সিলেট স্ট্রাইকার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স-ফরচুন বরিশালের ম্যাচটি দিয়ে শেষ হতে যাচ্ছে এবারের আসরের ঢাকা পর্বের প্রথম ধাপ। আজ দিনের প্রথম খেলায় মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও সিলেট স্ট্রাইকার্স।
মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দুপুর দেড়টায় শুরু হবে ম্যাচটি।
এই দুই দলই নিজেদের প্রথম ম্যাচে হারের তিক্ত স্বাদ পেয়েছে। সাকিবের রংপুর তাদের প্রথম ম্যাচে তামিমের ফরচুন বরিশালের কাছে ৫ উইকেটের বিশাল ব্যবধানে হেরে যায়। টস হেরে ব্যাটিংয়ে নেমে ফরচুন বরিশালের বোলারদের বোলিং তোপে মাত্র ১৩৪ রান তুলতে সক্ষম হয় সাকিবের রংপুর। পরে ১৩৫ রানের লক্ষ্য ১৯ ওভার ১ বলেই টপকে যায় বরিশাল।
প্রথম ম্যাচে হারের তিক্ত স্বাদ পাওয়া রংপুর তাই তাদের দ্বিতীয় ম্যাচে জয় পেতে মরিয়া। তাদের দলকে শক্তিশালী করতে দলে যোগ দিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম। সব ঠিক থাকলে আজ একাদশে দেখা যেতে পারে তাকে।
অন্যদিকে মাশরাফির সিলেটও হার দিয়েই শুরু করেছে এবারের আসর। নিজেদের প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কাছে ৭ উইকেটে হেরে যায় সিলেট। টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে চট্টগ্রামকে ১৭৮ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দেয় সিলেট।
তবে বড় লক্ষ্য দিয়েও এবারের আসরের প্রথম ম্যাচে হারের তিক্ত স্বাদ পায় মাশরাফি বিন মুর্তজার সিলেট স্ট্রাইকার্স। নাজিবুল্লাহ জাদরান ও শাহাদাত হোসাইনের ১২১ রানের অবিচ্ছিন্ন জুটিতে ভর করে সিলেটের দেওয়া ১৭৮ রানের লক্ষ্যমাত্রা ৯ বল ও ৭ উইকেট হাতে রেখেই টপকে যায় চট্টগ্রাম।
নিজ নিজ ম্যাচে হারের লজ্জা পাওয়া এই দুই দল আজকের ম্যাচে জয় পেতে মরিয়া। শেষ পর্যন্ত দেখার অপেক্ষায় কোন দল হাসে জয়ের হাসি।
(ঢাকাটাইমস/২৩জানুয়ারি/এনবিডব্লিউ)

মন্তব্য করুন