বিপিএল: সিলেটের বিপক্ষে টস জিতে বোলিংয়ে রংপুর

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ জানুয়ারি ২০২৪, ১৩:৩৮| আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪, ১৪:২৫
অ- অ+

বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলের দশম আসরের সপ্তম ম্যাচে মুখোমুখি হয়েছে রংপুর রাইডার্স ও সিলেট স্ট্রাইকার্স। এরই মধ্যে টস অনুষ্ঠিত হয়েছে। আর টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান।

এই দুই দলই নিজেদের প্রথম ম্যাচে হারের তিক্ত স্বাদ পেয়েছে। সাকিবের রংপুর তাদের প্রথম ম্যাচে তামিমের ফরচুন বরিশালের কাছে ৫ উইকেটের বিশাল ব্যবধানে হেরে যায়। টস হেরে ব্যাটিংয়ে নেমে ফরচুন বরিশালের বোলারদের বোলিং তোপে মাত্র ১৩৪ রান তুলতে সক্ষম হয় সাকিবের রংপুর। পরে ১৩৫ রানের লক্ষ্য ১৯ ওভার ১ বলেই টপকে যায় বরিশাল।

প্রথম ম্যাচে হারের তিক্ত স্বাদ পাওয়া রংপুর তাই তাদের দ্বিতীয় ম্যাচে জয় পেতে মরিয়া। আজ রংপুরের বড় দুঃসংবাদ সাকিব আল হাসান। চোখের চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছেন এই অলরাউন্ডার। যার কারণে রংপুর পাচ্ছে না তার সার্ভিস।তবে তাদের দলকে শক্তিশালী করতে দলে যোগ দিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম।

অন্যদিকে মাশরাফির সিলেটও হার দিয়েই শুরু করেছে এবারের আসর। নিজেদের প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কাছে ৭ উইকেটে হেরে যায় সিলেট। টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে চট্টগ্রামকে ১৭৮ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দেয় সিলেট।

তবে বড় লক্ষ্য দিয়েও এবারের আসরের প্রথম ম্যাচে হারের তিক্ত স্বাদ পায় মাশরাফি বিন মুর্তজার সিলেট স্ট্রাইকার্স। নাজিবুল্লাহ জাদরান ও শাহাদাত হোসাইনের ১২১ রানের অবিচ্ছিন্ন জুটিতে ভর করে সিলেটের দেওয়া ১৭৮ রানের লক্ষ্যমাত্রা ৯ বল ও ৭ উইকেট হাতে রেখেই টপকে যায় চট্টগ্রাম।

রংপুর রাইডার্স ব্র্যান্ডন কিং, রনি তালুকদার, বাবর আজম, নুরুল হাসান (অধিনায়ক), আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, শামীম হোসেন, মাহেদী হাসান, হাসান মাহমুদ, হাসান মুরাদ, রিপন মন্ডল।

সিলেট স্ট্রাইকার্স মোহাম্মদ মিঠুন, নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, ইয়াসির আলি, দুশান হেমন্ত, বেন কাটিং, মাশরাফী (অধিনায়ক), বেনি হাওয়েল, তানজিম হাসান সাকিব, নাজমুল ইসলাম, রিচার্ড এনগারাভা।

(ঢাকাটাইমস/২৩ জানুয়ারি/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা