ঢাকা চলচ্চিত্র উৎসবে তারেকের ‘শিশি বোতলের পাস ফেল’

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ জানুয়ারি ২০২৪, ১৬:০৪
অ- অ+

‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’-এই স্লোগানে চলছে ‘২২ তম ঢাকা আর্ন্তজাতিক চলচ্চিত্র উৎসব’। প্রদর্শিত হচ্ছে ৭৪টি দেশের ২৫২ টি সিনেমা। এই উৎসবে আজ বুধবার বিকাল ৫টায় ‘শর্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম’বিভাগে প্রদর্শিত হতে যাচ্ছে নির্মাতা আলী তারেক-এর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘শিশি বোতলের পাস ফেল’।

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রধান ‘কমু’ চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান।

সিনেমাটির গল্প সম্পর্কে নির্মাতা আলী তারেক বলেন, একজন লেখক, তিনি লেখালেখি ছাড়া আর কিছুই করে ননা। কিন্তু তার স্ত্রী কর্মজীবী। বেকার লেখক বলে প্রায়ই তার স্ত্রীর বিরামহীন নিপীড়নের শিকার হতেন। তিনি শুধু তার স্ত্রীর কথা শুনে যেতেন, রেগে গিয়ে বড় গল্প লিখতে শুরু করলেন। একটা পর্যায়ে তার স্ত্রী খুন হন। এক রহস্য নিয়ে গল্পটা এগিয়ে যায়। যেখানে গল্পটার বেশ কিছু টুইস্ট আছে।

নাসির উদ্দিন খান ছাড়াও এতে আরো অভিনয় করেছেন অভিনেত্রী শামা ফারজানা এবং এতে কণ্ঠ দিয়েছেন নির্মাতার স্ত্রী নাহিদ সুলতানা। আগামী ২৮ জানুয়ারি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির প্রিমিয়ার হবে। সেখানে এর মুক্তির তারিখ জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন নির্মাতা আলী তারেক।

জানা গেছে, ২৫ মিনিট দৈর্ঘের এই চলচ্চিত্রটির শুটিং হয়েছে ২০২১ সালের ফ্রেব্রুয়ারিতে। শিগগিরই এটি ওটিটিতে মুক্তি পেতে যাচ্ছে।

মোহাম্মদ আলী তারেক বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে পাস করার পর আমেরিকার মিসিসিপি স্টেট ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে টেক্সাসের হিউস্টন শহরে বসবাস এবং প্রকৌশলী হিসেবে কর্মরত আছেন। ছাত্রজীবন থেকেই লেখালেখির পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িত তিনি।

(ঢাকাটাইমস/২৪জানুয়ারি/এলএম/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল ১৮তম আসর
অনতিবিলম্বে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করা হোক: ডা. জাহিদ
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে সরকার, সবাইকে ধৈর্য ধরার আহ্বান
সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগ: নিজের অবস্থান পরিষ্কার করলেন আসিফ নজরুল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা