ইউক্রেনীয় বন্দি বহনকারী রুশ বিমান বিধ্বস্ত, নিহত ৭৪

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
| আপডেট : ২৪ জানুয়ারি ২০২৪, ১৬:৪০ | প্রকাশিত : ২৪ জানুয়ারি ২০২৪, ১৬:০৭

রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে ইউক্রেনীয় বন্দি বহনকারী একটি সামরিক রুশ বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে ৬৫ ইউক্রেনীয় যুদ্ধবন্দি এবং ৬ জন ক্রু-সহ মোট ৭৪ জন আরোহী ছিলেন। দুর্ঘটনায় সমস্ত যাত্রী এবং ক্রু নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বরাতে এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আরটি।

বুধবার এক বিবৃতিতে রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, একটি ইউশিন আইএল-৭৬ কার্গো বিমান স্থানীয় সময় সকাল ১১ টার দিকে বিধ্বস্ত হয়েছে। এতে ৬৫ বন্দী ইউক্রেনীয় যুদ্ধবন্দির পাশাপাশি ছয়জন ক্রু সদস্য এবং যুদ্ধবন্দিদের সাথে থাকা আরও তিনজন আরোহী ছিলেন।

রুশ মন্ত্রণালয় আরও বলেছে, বন্দীদের বিনিময়ের জন্য বেলগোরোড অঞ্চলে নিয়ে যাওয়া হচ্ছিল।

প্রতিরক্ষা কর্মকর্তারা উল্লেখ করেছেন, ঠিক কি কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা এখনো স্পষ্ট নয়। ঘটনার কারণ জানার জন্য ঘটনাস্থলে একটি তদন্ত কমিটি পাঠানো হয়েছে। ।

এদিকে টেলিগ্রাম চ্যানেল ১১২ একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ইউক্রেনীয় সীমান্ত থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে ইয়াবলোনোভো গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। এ দুর্ঘটনায় বিমানের যাত্রীদের কেউ বেঁচে নেই বলেও জানায় চ্যানেলটি ।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে, বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে একটি বিস্ফোরণের শব্দ শোনা যায়।

বেলগোরোদের আঞ্চলিক গভর্নর ভায়াচেসলাভ গ্লাদকোভ জানিয়েছেন, তিনি বিমান দুর্ঘটনা সম্পর্কে জানতে পেরেছেন। তবে তিনি বিস্তারিত কোনো কিছু জানাননি।

(ঢাকাটাইমস/২৪জানুয়ারি/এমআর)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

রাশিয়ার নিরাপত্তা পরিষদের প্রধান হচ্ছেন সের্গেই শোইগু

‘আইসিজে গণহত্যা মামলায় যোগ দেবে মিশর, ইসরায়েলের জন্য কঠোর আঘাত’

আফগানিস্তানে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৩১৫

এবার সমাবর্তন বর্জন ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের

পশ্চিম এশিয়ায় পরিযায়ী পাখিদের প্রধান শীতকালীন আবাস ইরান

কানাডায় শিখ নেতা হরদীপ হত্যাকাণ্ডে আরও ১ জন গ্রেপ্তার

আগামী বছরই অবসর নেবেন মোদি, প্রধানমন্ত্রী হবেন অমিত শাহ: বিস্ফোরক দাবি কেজরিওয়ালের 

৩ লাখ ফিলিস্তিনিকে পূর্ব রাফাহ থেকে সরিয়ে নেওয়া হয়েছে: ইসরায়েল

রাফাহ শহর ও সীমান্ত কেন এত গুরুত্বপূর্ণ?

ব্রাজিলের বন্যা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৭

এই বিভাগের সব খবর

শিরোনাম :