ডেমরা থানা প্রেসক্লাবের নতুন নেতৃত্বে ফারুক-বাবু-এনা

রাজধানীর ডেমরা থানা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি রাজধানীর একটি রেস্টুরেন্টে প্রেসক্লাবের সদস্যদের ভোটে আগামী দুই বছরের জন্য ২১ সদস্য বিশিষ্ট এ কমিটি চূড়ান্ত করা হয়।
এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের জ্যেষ্ঠ সদস্য সাংবাদিক এম আই ফারুক। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক মুক্ত খবরের বিশেষ প্রতিনিধি নজরুল ইসলাম বাবু। এছাড়া সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাব-এডিটর কাউন্সিলের সদস্য সাংবাদিক এনামুল হক এনা।
এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক মো. শামিম আহম্মেদ, সহ সাধারণ সম্পাদক মো. মেহেদি হাসান, সহ সাংগঠনিক সম্পাদক মো. শাকিল আহমেদ, অর্থ সম্পাদক মো. জহিরুল ইসলাম, সহ-অর্থ সম্পাদক মো. পাথর আহমেদ ও দপ্তর সম্পাদক করা হয়েছে মো. পারভেজ বিন হাসানকে।
সংগঠনটির প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন এস এম নাসিম, সমাজ কল্যাণ সম্পাদক মো. নাসির মিয়া, সংস্কৃতি বিষয়ক সম্পাদক এম রিয়াজুল ইসলাম রিয়াজ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এস কে রোমা, শিক্ষা ও যুব বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করবেন মো. বিল্লাহ হোসেন।
ডেমরা থানা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য পদে রয়েছেন মো. আশিকুর রহমান, মো. জহিরুল ইসলাম বাবু, মো. সাইফুল ইসলাম।
হাতে হাত রেখে প্রেসক্লাবের উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন নতুন কমিটির পদপ্রাপ্তরা।
২০০৫ সালে অসহায় ও নির্যাতিতদের কল্যাণে কাজ করার অঙ্গীকার নিয়ে প্রতিষ্ঠিত হয় ডেমরার প্রথম এই সাংবাদিক সংগঠন।
(ঢাকাটাইমস/২৪জানুয়ারি/এআর)

মন্তব্য করুন