ঢাকায় বিপুল টাকার কোকেনসহ আফ্রিকান নাগরিক গ্রেপ্তার

মাদকসহ ঢাকায় গ্রেপ্তার হলেন দক্ষিণপূর্ব আফ্রিকার দেশ মালাউইয়ের এক নাগরিক। বুধবার গভীর রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশের এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
এসময় ওই আফ্রিকার নাগরিককে তল্লাশি করে তার কাছ থেকে ৮ কেজি ৩০০ গ্রাম কোকেন জব্দ করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। যার বাজারমূল্য প্রায় ১০০ কোটি টাকা বলে জানিয়েছেন তারা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান বিষয়টি ঢাকা টাইমসকে নিশ্চিত করেছেন।
তবে প্রাথমিকভাবে ওই আফ্রিকান নাগরিকের নাম জানা যায়নি। মো. মেহেদী হাসান বলেন, ‘আজ প্রেস কনফারেন্স করে বিস্তারিত জানানো হবে।’
(ঢাকা টাইমস/২৫জানুয়ারি/এজে)

মন্তব্য করুন