প্রধানমন্ত্রীর লক্ষ্য স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা: শাজাহান খান

স্মার্ট বাংলাদেশে গড়ে তোলাই প্রধানমন্ত্রীর লক্ষ্য বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান।
শুক্রবার সকালে মাদারীপুর সদর উপজেলার আসমত আলী খান অডিটোরিয়ামে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর স্বপ্ন ছিল দেশকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তুলবে, সেই স্বপ্ন বাস্তবায়ন করেছেন। এখন লক্ষ্য স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা। আর স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হলে তরুণদেরকে স্মার্ট হতে হবে বলে জানান তিনি।
মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে মাদারীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ওবাইদুর রহমান খানসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/২৬জানুয়ারি/প্রতিনিধি/পিএস)

মন্তব্য করুন