নেত্রকোনায় প্রাইভেটকার-সিএনজি সংঘর্ষে নিহত ২

নেত্রকোণা-ময়মনসিংহ মহাসড়কে চল্লিশা ঝাউসী এলাকায় প্রাইভেটকার ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন। নেত্রকোণা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের ঝাউসী এলাকায় শুক্রবার দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের একজন পুলিশ সদস্য আজিজুল হাকিম। তার বাড়ি ময়মনসিংহের ফুলপুর। এছাড়া অন্যদের পরিচয় এখনো পাওয়া যায়নি। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
এলাকাবাসী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সূত্রে জানা গেছে, ঝাউসী এলাকায় দুপুর আড়াইটার দিকে নেত্রকোণাগামী প্রাইভেটকারের সাথে ময়মনসিংহগামী একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছেন। এসময় আহত হন কমপক্ষে ছয়জন। নিহত এবং আহতদেরকে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে আহতদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নেত্রকোণা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলার ফকিরাবাজার ফাড়িতে কর্মরত এক পুলিশ সদস্যসহ দুজন যাত্রী নিহত হয়েছেন। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। (ঢাকা টাইমস/২৬জানুয়ারি/প্রতিনিধি/এসএ)

মন্তব্য করুন