মাংস বিক্রেতা খলিলকে হত্যার হুমকিদাতার খোঁজে ঢাকার বাইরেও অভিযানে পুলিশ

​​​​​​​নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৬ জানুয়ারি ২০২৪, ২২:২৩

হত্যার হুমকি পেয়ে আতঙ্ক নিয়ে জীবনযাপন করছেন রাজধানীর শাহজাহানপুরের মাংস বিক্রেতা খলিল আহম্মেদ ও তার ছেলে। দুশ্চিন্তায় তাদের পুরো পরিবার। হুমকির ঘটনায় গত বুধবার শাহজাহানপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন খলিল। কম দামে মাংস বিক্রি বন্ধ না করলে খলিল ও তার ছেলেকে গুলি করে হত্যার হুমকি দেয় অজ্ঞাত দুর্বৃত্ত। জিডির প্রেক্ষিতে হুমকিদাতাদের খুঁজতে রাজধানী ঢাকা ছাড়িয়ে বাইরের জেলায়ও কাজ করছে পুলিশ।

বিষয়টি জানিয়ে শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজিত কুমার সাহা শুক্রবার সন্ধ্যায় ঢাকা টাইমসকে বলেন, ‘এখন পর্যন্ত তদন্তে আমরা যে লিংক পেয়েছি সেই লিংক নিয়ে আমরা কাজ করছি। আমাদের এই সংশ্লিষ্ট অফিসাররা ঢাকা মহানগর এর বাইরেও কাজ করছে।'

খলিলকে হুমকির বিষয়টি সত্য জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, 'আমাদের যতগুলো অ্যাঙ্গেল আছে, সব অ্যাঙ্গেলে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। পুলিশের পাশাপাশি ্যাবও বিষয়টি নিয়ে কাজ করছে। তবে বিষয়টি নিয়ে আতঙ্কিত হওয়ার মতো তেমন কিছু নাই, আমরা খলিলকে আশ্বস্ত করেছি।'

এই পুলিশ কর্মকর্তা জানান, খলিলের মাংসের দোকানের পাশেই শাহজাহানপুর থানা পুলিশের একটি টহল টিম সবসময় কাজ করে।

সম্প্রতি কম দামে গরুর মাংস বিক্রি করা বন্ধ না করলে খলিল তার ছেলেকে গুলি করে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। খলিল জানান, দুটি নম্বর থেকে তার কাছে ফোন আসে। রিসিভ করলে ফোনের অপর প্রান্ত থেকে বলা হয়, ‘তোর ছেলের জন্য ছয় বুলেট, তোর জন্য ছয় বুলেট রেখেছি। কথা না শুনলে বাবা-ছেলেকে মেরে ফেলব।

রাজধানীর অন্যান্য বাজারে যেখানে ৭০০ থেকে ৭৫০ টাকা কেজিতে গরুর মাংস বিক্রি হচ্ছিল তখন ৬৫০ টাকা কেজি দরে মাংস বিক্রি করে আলোচনায় আসেন খলিল। তার আগে দুই মাস ধরে তিনি ৫৯৫ টাকা দরে গোশত বিক্রি করেন।

(ঢাকাটাইমস/২৬জানুয়ারি/এলএম/কেএম)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

প্রতিষ্ঠাবার্ষিকীতে শিশুদের মাঝে ১০ হাজার গাছ বিতরণ বাবুল্যান্ড ইনডোর প্লে-গ্রাউন্ডের

বন্যহাতির পায়ে পিষ্টে মৃত বাংলাদেশিদের ক্ষতিপূরণের দাবি

নয়াপল্টনে ককটেল বিস্ফোরণ

রাজধানীতে দুই ঘণ্টায় ৮৭ মিলিমিটার বৃষ্টি, সড়কে ভোগান্তি

রাজধানীর সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনায় ডিএমপি কমিশনারের বিশেষ উদ্যোগ

পরশুরাম সমিতি ঢাকার উদ্যোগে আলাউদ্দিন নাসিমকে সংবর্ধনা

উত্তরায় বিআরটি প্রকল্পের প্রকৌশলীকে পিটিয়ে হত্যা: বাসের হেলপার গ্রেপ্তার 

পুরোনো রূপে ফিরছে লালকুঠি

মেসে ঝুলছিল ‘রেডরাম’ চলচ্চিত্রের প্রযোজকের মরদেহ

রাজধানীতে নির্বিচারে হকার উচ্ছেদ বন্ধের দাবিতে বিক্ষোভ-স্মারকলিপি

এই বিভাগের সব খবর

শিরোনাম :