দ্রব্যমূল্য কমাতে কাজ করছে মন্ত্রিসভা, অচিরেই দাম কমবে: ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জনগণের সংকট নিরসনে দ্রব্যমূল্য কমাতে শেখ হাসিনার সরকারের মন্ত্রিসভা কাজ করছে। সামনে রমজান, জনগণের কষ্ট লাঘবে অচিরেই দাম কমবে।
শনিবার ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয়ে শান্তি ও গণতন্ত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আয়োজনে সভাপতি আবু আহমেদ মন্নাফির সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এতে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, অ্যাডভোকেট কামরুল ইসলাম, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিলসহ কেন্দ্রীয় কমিটির ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
বিএনপির কালো পতাকা কর্মসূচির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, গেল বছরের অক্টোবরের ২৮ তারিখের পর এতোদিন কোথায় ছিলেন বিএনপি নেতারা। নিজেদের অফিসে তালা দিয়ে নাটক করে বিএনপি। গেল ১৫ বছর, সামনে আরও পাঁচ বছর, মানুষ বাঁচে কত বছর। বিএনপির আন্দোলন ভুয়া, জনগণ মানে না বিএনপির আন্দোলন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, জনবিচ্ছিন্ন দলটির নেতাকর্মীদের মধ্যে হতাশা। দলটির ২৮ দফা এক দফা, ৫২ দল ভুয়া। কই গেল সব, কিছুই নেই, তাদের সবকিছু ভুয়া হয়ে গেছে। তারা আসলে ভুয়া, বিএনপির নেতারা ভুয়া, বিএনপি ভুয়া। তারেক জিয়ার প্রতি বিএনপির নেতাকর্মীদের কোনো বিশ্বাস নেই।
একটা খেলা হয়েছে। এখন শুধু রাজনীতিতে খেলা হবে। দুর্নীতি, সন্ত্রাস, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে খেলা হবে। যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী নয় তাদের বিরুদ্ধে খেলা হবে।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার মতো উত্তম ও পরিশ্রমী নেতা এদেশে বঙ্গবন্ধু ছাড়া আর আসেনি। এই মূহুর্তে সারা দুনিয়ায় সংকট। শেখ হাসিনার প্রতি বিশ্বাস আস্থা হারাবেন না। বিশ্ব থেকে বেশি দামে পণ্য কিনে কম দামে বিক্রি করতে হয়। কী সুন্দর, কী সুবিধার ফার্মগেট থেকে মাত্র আট মিনিটে এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে চলে যায়। রাত ৮টা পর্যন্ত স্টেশনে মানুষ আর মানুষ। মেট্রোরেল করে উত্তরা থেকে মতিঝিলে মাত্র ৩৩ মিনিটে চলে আসে।
তিনি বলেন, দেশের জনগণ বিএনপির কথায় বিভ্রান্ত হবেন না। দেশের সরকার উৎখাতের জন্য বিদেশিদের ভয় দেখায়। শেখ হাসিনা দেশের মানুষকে পরোয়া করেন, সৃষ্টিকর্তাকে ভয় পান আর কাউকে নয়।
বিদেশে আমাদের বন্ধু আছে শত্রু নয় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, চীন-রাশিয়া বন্ধু, প্রভু নয়। দেশের মানুষ আমাদের ক্ষমতায় বসিয়েছে অন্য কেউ নয়। নির্বাচনের জন্য আরও পাঁচ বছর অপেক্ষা করতে হবে।
নেতাকর্মী প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ৩০ জানুয়ারি সারা দেশে লাল সবুজ পতাকা হাতে নিয়ে শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ। আগামী ৩০ তারিখ লাল সবুজের পতাকা হাতে উন্নয়ন সমাবেশ হবে দেশের সব জায়গায়। নেতাকর্মীরা পাহারায় থাকবে। এই অপশক্তিকে আমরা ছাড় দিতে পারি না। স্বাধীনতাবিরোধী অপশক্তিকে রুখতে হবে। এদেশের মানুষকে শেখ হাসিনাকে ভালোবাসে।
নেতাকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, একদিনের ডাকে বিরাট জমায়েত প্রমাণ করে আওয়ামী লীগ সংগঠিত দল। জনগণের দল। অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে প্রস্তুতি নিতে হবে। মানুষের জন্য কাজ করতে হবে।
(ঢাকাটাইমস/২৭ জানুয়ারি/জেএ/এসআইএস)

মন্তব্য করুন