পদের পরিবর্তন চান পল্লী বিদ্যুতের দেড় হাজার কর্মকর্তা

পল্লী বিদ্যুতের দেড় হাজার কর্মকর্তা তাদের পদবি পরিবর্তন ও পদমর্যাদা নির্ধারণের দাবি জানিয়েছেন। এ বিষয়ে রবিবার সকালে জেলা পর্যায়ের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপকদের মাধ্যমে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) চেয়ারম্যানের কাছে এই স্মারকলিপি দেওয়া হয়।
স্মারকলিপিতে সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) ও উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) পদের কর্মকর্তারা তাদের পদবি পরিবর্তন এবং সরকারের অন্যান্য সেবার জনবলের মতো পদমর্যাদার দাবি জানানো হয়।
পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় ৪০ হাজার কর্মীকে জেলা-উপজেলা পর্যায়ের অন্য সরকারি দপ্তরের সঙ্গে প্রতিনিয়ত কাজ করতে হয়। সরকারি এমনকি বিদ্যুৎ বিভাগের অন্যান্য দপ্তরেও এজিএম, ডিজিএম, জিএম পদ নেই। এ কারণে প্রশাসনিকভাবে দাপ্তরিক কাজে অনেক জটিলতা তৈরি হয়। তাছাড়া এজিএম, ডিজিএম, জিএম পদের পদমর্যাদা স্পষ্ট না থাকায় কর্মক্ষেত্রে প্রশাসনিক, রাজনৈতিক ও সামাজিকভাবে প্রতিনিয়ত হেয় প্রতিপন্ন হচ্ছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তাই তারা পদবি পরিবর্তন করে পদমর্যাদা নির্ধারণের দাবি জানিয়েছেন।
কর্মকর্তাদের দাবি, বর্তমান পদ এজিএম থেকে সহকারী পরিচালক/ সহকারী প্রকৌশলী করে ৯ম গ্রেডের সমমান করা, ডিজিএম থেকে উপ-পরিচালক/ নির্বাহী প্রকৌশলী করে ৬ষ্ঠ গ্রেড বা সমমান করা, জিএম পদটিকে পরিচালক/ তত্ত্বাবধায়ক প্রকৌশলীতে পরিবর্তন করে চতুর্থ বা সমমান করা।
স্মারকলিপিতে বলা হয়, সরকারি অন্য দপ্তরের কর্মকর্তা একই পদে পাঁচ বছর অতিবাহিত করলে পরবর্তী উচ্চতর গ্রেডে পদোন্নতি পান। কিন্তু পল্লী বিদ্যুৎ সমিতির একজন কর্মকর্তা এজিএম হিসেবে যোগদানের পর ডিজিএম হতে ৮-১০ বছর এবং ডিজিএম থেকে জিএম হতে আরও ১২-১৪ বছর সময় লাগে।
(ঢাকাটাইমস/২৮জানুয়ারি/এমএইচ/কেএম)

মন্তব্য করুন