প্রধানমন্ত্রীর তিন বিশেষ সহকারী ও আলোকচিত্রী নিয়োগ পেলেন যারা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ জানুয়ারি ২০২৪, ২১:৪৩
অ- অ+

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী পদে তিনজনকে এবং ফটোগ্রাফার (আলোকচিত্রী) হিসেবে একজনকে নিয়োগ দেওয়া হয়েছে। বিশেষ সহকারীরা হলেন . শহীদ হোসাইন, কৃষিবিদ মশিউর রহমান (হুমায়ুন) ফেরদৌস আহমেদ খান। আলোকচিত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন আন্দ্রিয় স্কু।

রবিবার (২৮ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পৃথক প্রজ্ঞাপনে তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, ফেরদৌস আহমেদ খান . শহীদ হোসাইনকে সরকারের সচিব পদমর্যাদা বেতনক্রমে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নিয়োগ দেওয়া হয়। আর মশিউর রহমানকে উপসচিব পদমর্যাদায় গ্রেড- ভুক্ত স্কেলের সর্বোচ্চ ধাপে (নির্ধারিত) বেতনে পুনরায় নিয়োগ দেওয়া হয়েছে। আরেক আদেশে জানানো হয় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার পদে আন্দ্রিয় স্কু জাতীয় বেতন স্কেল ২০১৫ এর গ্রেড- এর প্রারম্ভিক ধাপের মূল বেতনে নিয়োগ দেওয়া হয় তাকে।

প্রজ্ঞাপনগুলোতে বলা হয়, অন্যান্য প্রতিষ্ঠান সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

এই চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।

(ঢাকাটাইমস/২৮জানুয়ারি/এএম/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা