বিপিএল: দুপুরে চট্টগ্রামের বিপক্ষে লড়বে সিলেট

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ জানুয়ারি ২০২৪, ১১:১০
অ- অ+

একদিন বিরতির পর আজ থেকে আবারও মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলের দশম আসরের খেলা। সিলেট পর্বের তৃতীয় দিনে দুপুরে মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও স্বাগতিক সিলেট স্ট্রাইকার্স।

ঢাকা ও সিলেট পর্ব মিলিয়ে এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলে তিনটিতেই জয় তুলে নিয়েছে চট্টগ্রাম। যার ফলে পয়েন্ট টেবিলের দুই নাস্বারে রয়েছে বন্দরনগরীর দলটি। আজকের ম্যাচ জিতে জয়ের ধারা অব্যাহত রাখতে চায় তারা । অন্যদিকে ঢাকা ও সিলেট পর্ব মিলিয়ে তিন ম্যাচ খেলে তিনটিতেই হেরে পয়েন্ট টেবিলের তলানীতে রয়েছে মাশরাফির সিলেট। হ্যাটট্রিক হারে ক্ষত-বিক্ষত সিলেট তাই জয়ের জন্য মরিয়া হয়ে রয়েছে। আজকের ম্যাচে জয় পেতে কঠোর অনুশীলনও করেছে দলটি।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুপুর দেড়াটায় শুরু হবে ম্যাচটি।

বিপিএলের ইতিহাসে কখনোই শিরোপা না জেতা চট্টগ্রাম চ্যালেঞ্জার্স নিজেদের প্রথম ম্যাচ জয় দিয়েই শুরু করে। নিজেদের প্রথম ম্যাচে সিলেটকে তারা ৭ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে আসর শুরু করে।

কিন্তু নিজেদের দ্বিতীয় ম্যাচে এসেই খেই হারিয়ে ফেলে তারা। দ্বিতীয় ম্যাচে খুলনা টাইগার্সের কাছে তারা ৪ উইকেটে হেরে যায়। এরপর নিজেদের তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায় বন্দরনগরীর দলটি। তৃতীয় ম্যাচে দুর্দান্ত ঢাকাকে ছয় উইকেটের বিশাল ব্যবধানে হারায় তারা। এরপর নিজেদের চতুর্থ ম্যাচে তামিমের ফরচুন বরিশালকে ১০ রানে হারিয়ে নিজদের তৃতীয় জয় তুলে নেয় বন্দরনগরীর দলটি।

অন্যদিকে মাঠ বদল হলেও ভাগ্য বদল হয়নি মাশরাফির সিলেট স্ট্রাইকার্সের। ঢাকা ও সিলেট পর্ব মিলিয়ে ৩ ম্যাচ খেলে তিনটিতেই হারের তিক্ত স্বাদ পেয়েছে তারা। মাশরাফির সিলেট হার দিয়েই শুরু করে এবারের আসর। নিজেদের প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কাছে ৭ উইকেটে হেরে যায় তারা। আর নিজেদের দ্বিতীয় ম্যাচে সাকিবের রংপুরের কাছে হেরে যায় ৪ উইকেটে । এরপর সিলেটে এসে সিলেট পর্বে নিজেদের প্রথম ম্যাচে বিপিএলের ইতিহাসে সবচেয়ে সফল দল কুমিল্লার কাছে ৫২ রানের বিশাল ব্যবধানে হেরে যায় দলটি। হ্যাটট্রিক হারে ক্ষত-বিক্ষত সিলেট তাই জয়ের জন্য মরিয়া হয়ে রয়েছে। আজকের ম্যাচে জয় পেকে কঠোর অনুশীলনও করেছে দলটি।

(ঢাকাটাইমস/২৯জানুয়ারি/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
সাংবাদিক সাইদুরের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ 
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত রিপোর্ট দাখিল সোমবার
এবার বাংলাদেশের চার টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ করল ভারত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা