বিলাল খানের তোপে অল্প রানেই থামল সিলেট

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ জানুয়ারি ২০২৪, ১৫:২০| আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪, ১৭:০৪
অ- অ+

চলতি বিপিএলে হ্যাটট্রিক হারে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা মাশরাফির সিলেট নিজেদের চতুর্থ ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমে অল্প রানেই থেমে গেছে। ট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পেসার বিলাল খানের তোপে লড়াইয়ের জন্য ভালো পুঁজি পায়নি তারা। সাজঘরের পথে সিলেটের ৪ ব্যাটারের ৩ জনকে একাই ফিরিয়েছেন বিলাল।

ঢাকা পর্বে একই প্রতিপক্ষের বিপক্ষে প্রথমে ব্যাট করে হারলেও এবার ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়েছেন সিলেট অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা।তবে ব্যাট হাতে জ্বলে উঠতে পারলেন না সিলেটের ব্যাটাররা। চট্টগ্রামের বিপক্ষে ব্যাট করতে নেমে মাত্র ৮ রানেই ২ উইকেট হারায় সিলেট। এরপর তৃতীয় উইকেট জুটিতে জাকির হাসান ও হ্যারি টেক্টরের ৫৭, চতুর্থ উইকেট জুটিতে রায়ান বার্ল ও হ্যারি টেক্টরের ৪২ রান ও পঞ্চম উইকেট জুটিতে আরিফুল হক ও রায়ান বার্লের ৩০ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৩৭ রান তুলেছে সিলেট। জয়ের জন্য চট্টগ্রামের দরকার ১৩৮ রান।

ঘুরে দাঁড়ানোর ম্যাচে সিলেটের হয়ে আজ ওপেনিংয়ে নামেন নাজমুল হোসেন শান্ত ও মোহাম্মদ মিথুন। তবে নিজেদের জুটিকে বেশিদূর নিয়ে যেতে পারেননি তারা। ইনিংসের দ্বিতীয় ওভারেই বিলাল খানের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান মোহাম্মদ মিথুন। আউট হওয়ার আগে করেন ৪ বলে ১ রান। তার বিদায়ে মাত্র ৭ রানেই প্রথম উইকেট হারায় সিলেট।

মোহাম্মদ মিথুনের পর একই ওভারে ফিরে যান নাজমুল হোসেন শান্তও। এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে তাকে সাজঘরে ফেরান বিলাল খান। আউট হওয়ার আগে করেন ৭ বলে ৫ রান। তার বিদায়ে ৮ রানেই ২ উইকেট হারিয়ে বিপদে পড়ে সিলেট।

৮ রানে ২ উইকেট হারানোর পর জুটি গড়েন জাকির হাসান ও হ্যারি টেক্টর। এই জুটিতে ভর করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে সিলেট। তবে দলীয় ৬৫ রানে জাকির হাসানের বিদায়ে ভেঙে যায় এই জুটি। ২৬ বলে ৩১ রান করা জাকির নিহাদুজ্জামানের বলে লং অনে নাজিবুল্লাহ জাদরানের হাতে ক্যাচ তুলে দিয়ে ফিরে যান সাজঘরে। তার বিদায়ে ভাঙে ৫৭ রানের জুটি। জাকিরের বিদায়ের পর রায়ান বার্লের সঙ্গে জুটি গড়েন হ্যারি টেক্টর। এই জুটিতে ভর করে ১৫ ওভার ১ বলে দলীয় শতক পূর্ণ করে সিলেট। তবে দলীয় শতক পূর্ণ করার পর নিজেদের জুটিকে আর বেশিদূর নিয়ে যেতে পারেননি তারা। দলীয় ১০৭ রানে হ্যারি টেক্টরের বিদায়ে ভেঙে যায় এই জুটি।

শান্ত ও মিথুনের পর হ্যারি টেক্টরকেও ফেরান বিলাল খান। অর্ধশতকের দ্বারপ্রান্তে থাকা টেক্টর ৪২ বলে ৪৫ রান করে বিলাল খানের বলে ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে আবিষ্কা ফার্নান্দোর হাতে ক্যাচ তুলে দিয়ে ফিরে যান সাজঘরে।

ট্যাক্টরের বিদায়ের পর আরিফুল হককে নিয়ে পঞ্চম উইকেটে জুটি গড়েন রায়ান বার্ল। এই জুটির ৩০ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ১৩৭ রান তুলতে সক্ষম হয় সিলেট। রায়ান বার্ল ২৯ বলে ৩৪ ও আরিফুল ১২ বলে ১৭ রানে অপরাজিত থাকেন।

(ঢাকাটাইমস/২৯জানুয়ারি/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দলীয়করণ করা হবে না: আমিনুল হক 
বেগমগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে মা-মেয়ে নিহত, বাবা আহত
আ.লীগ নিষিদ্ধে দ্রুত সিদ্ধান্ত না এলে ফের ‘মার্চ টু ঢাকা’:  নাহিদ ইসলাম
আ.লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে ভৈরবে বিক্ষোভ মিছিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা