ঢাকাকে ১০ উইকেটে হারিয়ে আবারও শীর্ষে খুলনা

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ জানুয়ারি ২০২৪, ২১:৫৯
অ- অ+

চলতি বিপিএলে জয়ের ধারাবাহিকতা বজায় রাখল খুলনা টাইগার্স। অপরাজিত তকমা নিয়ে মাঠে নেমে আরও এক জয় তুলে নিয়েছে এনামুল হক বিজয়ের দল। আজ বিকালে সিলেট স্ট্রাইকার্সকে ৮ উইকেটে হারিয়ে খুলনা টাইগার্সকে সরিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ঘণ্টা কয়েকের ব্যবধানে হারানো জায়গা পুনরুদ্ধার করলো টাইগার্সরা। দুর্দান্ত ঢাকাকে ১০ উইকেটে উড়িয়ে ৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে আবারো শীর্ষে উঠেছে খুলনা।

সোমবার (২৯ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দুর্দান্ত ঢাকাকে ১০ উইকেটে হারিয়েছে খুলনা। ঢাকার দেয়া ১৩১ রান তাড়া করতে নেমে ৩২ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় খুলনা।

লক্ষ্যতাড়ায় নেমে দলীয় খুলনার দুই ওপেনার এভিন লুইস এবং এনামুল হোক বিজয় দারুণ শুরু করেন। চোট পেয়ে ব্যক্তিগত ২৬ রানে স্বেচ্ছাবসর নেন লুইস। তবে কোনো বিপদ আসতে দেননি বিজয়। আফিফ হোসেনকে নিয়ে ৮১ রানের জুটি গড়ে দলকে নিয়ে যান জয়ের বন্দরে।

এর এগে টস জিতে ব্যাটিংয়ে নেমে সাইম আইয়ুব এবং মোহাম্মদ নাইমের ওপেনিং জুটিতে ভালো শুরু পায় ঢাকা। ৯ ওভারে দুজন মিলে যোগ করেন ৭৫ রান। দুর্দান্ত ব্যাটিং করেছেন নাইম। প্রায় ২০০ স্ট্রাইক রেটে করেন ৪১ রান। নবম ওভারের শেষ বলে আফিফ হোসেনের শিকার হয়ে ফেরেন এই ব্যাটার।

নাইমের বিদায়ের পর সাইমও টিকতে পারেননি বেশিক্ষণ। ৩৭ বলে ৩৫ রান করে সাজঘরে ফেরেন তিনি। ভারতের বিপক্ষে টি-টোয়েন্ট সিরিজে অসাধারণ পারফর্ম করা আফগান ব্যাটার গুলবাদিন নায়েব করেন মোটে ৩ রান।

মোহাম্মদ নেওয়াজের ঘূর্ণিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ঢাকার মিডল অর্ডার। ইরফান শুক্কুর, তাসকিন আহমেদ এবং মোসাদ্দেক হোসেনদের দাঁড়াতেই দেননি তিনি। ৭৫ রানে প্রথম উইকেট হারানো ঢাকা পরের ৮ উইকেট হারায় মাত্র ৩৯ রানে।

একসময় অলআউট হওয়ার শঙ্কা তৈরি হলেও আরাফাত সানি এবং শরিফুল ইসলাম তা হতে দেননি। শেষ উইকেট জুটিতে ১৬ রান যোগ করেন তারা। ১৪ বলে ১৫ রান করে অপরাজিত ছিলে সানি। তাতে ১৩০ রানের থামে ঢাকা। খুলনার হয়ে ৪ ওভার হাত ঘুরিয়ে ১৫ রানে ৩ উইকেট নিয়েছেন মোহাম্মদ নেওয়াজ। ১৩ রানে ২ উইকেট নিয়েছেন নেওয়াজের জাতীয় দলের সতীর্থ মোহাম্মদ ওয়াসিম। বাংলাদেশের তরুণ মুকিদুল ইসলাম নিয়েছেন ২ উইকেট।

(ঢাকাটাইমস/২৯জানুয়ারি/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
সাংবাদিক সাইদুরের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ 
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত রিপোর্ট দাখিল সোমবার
এবার বাংলাদেশের চার টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ করল ভারত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা