বুটেক্স সাহিত্য সংসদের আয়োজনে হিম উৎসব

বুটেক্স প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৪০
অ- অ+

শীতের সমার্থক শব্দ হিম। এই শীতকে উদযাপন করার লক্ষ্যে যেই উৎসব তারই নাম ‘হিম উৎসব’। শীতের মলিনতাকে ছাপিয়ে, গ্রামবাংলার শীতকালীন উৎসবকে এই যান্ত্রিক শহুরে শীতের পরিবেশের সঙ্গে পরিচয় করিয়ে দিতে (১ ফেব্রুয়ারি, ২০২৩) বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) সাহিত্য সংসদের পৃষ্ঠপোষকতায় উদযাপিত হয়েছে ‘হিম উৎসব-১৪৩০’।

দিনব্যাপী এই উৎসব ঘিরে বুটেক্স প্রাঙ্গণে ছিলো নানা আয়োজন। দুপুর ১টায় শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলে আনুষ্ঠানিকতা।

এদিন অনুষ্ঠেয় আয়োজন গুলো হলো:

১.পিঠা উৎসব

২.সিনে-বায়োস্কোপ

৩.সাংস্কৃতিক আয়োজন

৪.শীতবস্ত্র সম্প্রদান

৫.বই সম্প্রদান

৬.ত্রৈমাসিক ‘চৈতন্য লিপি’র মোড়ক উন্মোচন

বুটেক্স সাহিত্য সংসদের সহকারী থিয়েটার পরিচালক অর্চি অনুপমা রায় বলেন, বুটেক্স সাহিত্য সংসদ সর্বদা বাংলার শুদ্ধ সাহিত্য ও সংস্কৃতি নতুনদের মধ্যে ছড়িয়ে দেওয়া, সেই সঙ্গে বর্তমান পৃথিবীকে আরও সুন্দরভাবে তুলে ধরতে কাজ করে আসছে। ক্যাম্পাসে বছরের প্রথম অনুষ্ঠান তাই সকলে অত্যন্ত আনন্দিত এবং উত্তেজিত। সকলে আশানুরূপের থেকেও বেশি সাড়া দিচ্ছে নতুন ব্যাচদের আগ্রহের কোনো কমতি নেই।

পিঠা উৎসব: শিক্ষার্থীরা দুপুর থেকেই বুটেক্সের মাঠে প্রায় ৮টি স্টলে মেলার আয়োজন করে যেখানে ছিলো বাহারি পিঠা, ফুল, চা, হাওয়াই মিঠাই, ফুচকা, কফি, পুরান ঢাকার বাকরখানিসহ আরও অনেক কিছু। পিঠা উৎসবে বিভন্ন স্টলগুলো ঘুরে দেখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শাহ আলিমুজ্জামান, রেজিস্ট্রার কাবেরী মজুমদার এবং শিক্ষক সমিতির সভাপতি ড. মো. রিয়াজুল ইসলাম।

সিনে বায়োস্কোপ: ক্যাম্পাসের টিএসসিতে একটি আকর্ষণীয় অংশ ছিলো সিনে-বায়োস্কোপ। যেখানে সিনেমা দেখানো হয়েছে সিনেমা হলের মতো করে। সিনেমা হলে দুপুর ১টায় দেখানো হয় ‘ইন্টারভিউ ১৯৭১’ এবং দুপুর ৩টায় দেখানো হয় ‘রানওয়ে ২০১০’। ৫০ টাকা সমমূল্যের টিকিটের বিনিময়ে সাধারণ শিক্ষার্থীরা প্রতিটি সিনেমা উপভোগ করেন।

সাংস্কৃতিক আয়োজন: এদিন সন্ধ্যার পর শহীদ মিনার প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন হয়। এতে শিক্ষার্থীরা নাচগানের মাধ্যমে দিনটিকে আরও উপভোগ্য করে তোলে।

শীতবস্ত্র বিতরণ: সারা সপ্তাহব্যাপী সংগ্রহ করা শীতবস্ত্র বিতরণ করার জন্য ‘মানবতায় সম্প্রদান’ নামক শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। শিক্ষার্থী-শিক্ষকের সরব অংশগ্রহণে কর্মসূচিটি পালিত হয়।

বই সম্প্রদান: উৎসবে বই সম্প্রদান একটি গুরুত্বপূর্ণ অংশ ছিলো। উৎসবের দিন সকলে তাদের বই বুটেক্স সাহিত্য সংসদের লাইব্রেরি ইউনিটে প্রদান করেন। যার মাধ্যমে শিক্ষার্থীদের বই পড়ার উৎসাহ জাগরণ হয়।

‘চৈতন্যলিপি’: ত্রৈমাসিক পত্রিকা ‘চৈতন্যলিপি’র এবারের রবীন্দ্র সংখ্যা উন্মোচন হয় যেখানে উপস্থিত ছিলেন সাধারণ শিক্ষার্থী এবং অতিথিবৃন্দ। ৫০ টাকা সমমূল্যের এই পত্রিকাটি সাধারণ শিক্ষার্থীরা আগ্রহের সঙ্গে সংগ্রহ করেছে। চৈতন্যলিপির মোড়ক উন্মোচনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শাহ আলিমুজ্জামান এবং অন্যান্য অতিথিবৃন্দ।

(ঢাকাটাইমস/২ফেব্রুয়ারি/প্রতিনিধি/জেডএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এক দফা দাবিতে নার্সিং কলেজ শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ
আইএমএফের চতুর্থ ও পঞ্চম কিস্তির ১.৩ বিলিয়ন ডলার মিলবে জুনে 
আইপিএলে ডাক পেলেন মুস্তাফিজ, খেলবেন দিল্লির হয়ে 
আইজিপির সঙ্গে রবার্ট এফ কেনেডি মানবাধিকার সংস্থার প্রতিনিধিদলের সাক্ষাৎ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা