নাইরোবিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে আহত দুই শতাধিক, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
| আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ১২:২২ | প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ১২:১৪

ভয়াবহ গ্যাস বিস্ফোরণে কেঁপে উঠল কেনিয়ার রাজধানী নাইরোবি। একটি গ্যাস প্লান্টে বিস্ফোরণের ঘটনায় এখনও পর্যন্ত কমপক্ষে দুই জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও অন্তত ২২০ জন। খবর বিবিসির।

নাইরোবি পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে নাইরোবির দক্ষিণ-পূর্ব অংশে এমবাকাসি এলাকায় অবস্থিত একটি গ্যাস প্লান্টে এই বিশাল বিস্ফোরণ ঘটেছে।

স্থানীয় সংবাদপত্র স্ট্যান্ডার্ড-এর প্রতিবেদনে বলা হয়েছে, আহতদের মধ্যে অন্তত ২৫ জন শিশু রয়েছে ।

বিবিসি জানিয়েছে, আগুন লাগার সময় প্ল্যান্টটিতে বেশ কয়েকটি গ্যাস সিলিন্ডার রিফিল করা হচ্ছিল। তার থেকেই কোনওভাবে এই বিস্ফোরণ ঘটেছে বলে মনে করা হচ্ছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ অবশ্য এখনও স্পষ্ট নয়।

সরকারি মুখপাত্র আইজ্যাক মওয়াউরা জানিয়েছেন, কেনটেইনারস কোম্পানি লিমিটেড নামে এক সংস্থার কারখানা ছিল এটি। সেখানে অগ্নিনির্বাপক ও জরুরি পরিষেবার সকল ব্যবস্থা ছিল। ফলে আরও বড় বিপর্যয় এড়ানো গেছে।

তিনি বলেন, ‘দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে। উদ্ধারকাজ এখনও চলছে। জনসাধারণকে ওই এলাকাটি এড়িয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আমরা আশঙ্কা করছি।’

মওয়াউরা আরও বলেন, বিস্ফোরণ থেকে বেশ কয়েকটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে আগুন ছড়িয়ে পড়ে এবং একটি গ্যাস সিলিন্ডার একটি পোশাক ও টেক্সটাইল গুদামে ছিটকে পড়লে সেখানেও আগুন লেগে যায়।

প্রত্যক্ষদর্শীরা স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, বিস্ফোরণের পরপরই তারা মারাত্মক কম্পন অনুভব করেছেন।

এদিকে সামাজিক মাধ্যমে এই ঘটনার বেশ কিছু ভিডিওতে দেখা যাচ্ছে, এমবাকাসি অঞ্চলের অ্যাপার্টমেন্ট ব্লকগুলোর কাছে এক বিশাল আগুনের গোলা। আরও একটি ভিডিয়োতে ধরা পড়েছে বিস্ফোরণের মুহূর্তটি।

(ঢাকাটাইমস/০২ফেব্রুয়ারি/এমআর)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

জেলেনস্কিকে এক হাত নিলেন ট্রাম্প, বললেন ইতিহাসের শ্রেষ্ঠ সেলসম্যান

দক্ষিণ গাজায় ‘কৌশলগত বিরতি’ ঘোষণা ইসরায়েলের

ইসরায়েলি বর্বরতার মধ্যে যেমন কাটছে গাজাবাসীর ঈদ

সৌদি আরব-মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

অরুন্ধতী রায়ের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে বিচার অনুমোদন

দক্ষিণ গাজায় হামাসের ক্ষেপণাস্ত্রের আঘাতে ৮ ইসরায়েলি সেনা নিহত

উত্তরাখণ্ডে টেম্পু খাদে পড়ে ১২ জনের মৃত্যু

লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফার ময়দান

সুইজারল্যান্ডে শুরু হচ্ছে ইউক্রেন শান্তি সম্মেলন, যোগ দিচ্ছে না চীন-রাশিয়া

গাজায় ত্রাণ প্রবেশে বাধা: ইসরায়েলি গ্রুপের ওপর মার্কিন নিষেধাজ্ঞা  

এই বিভাগের সব খবর

শিরোনাম :