তিন অতিরিক্ত সচিবকে বদলি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ২২:২০ | প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ২২:১৪
অতিরিক্ত সচিব পদমর্যাদার তিন কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের পরিচালক (অতিরিক্ত সচিব) খালিদ আহম্মেদকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে, জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের পরিচালক মো. ইসরাত হোসেন খানকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে এবং রপ্তানী উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক মাহবুবুর রহমানকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
(ঢাকাটাইমস/০৭ফেব্রুয়ারি/এসএস)