রাজবাড়ীতে নসিমন দুর্ঘটনা, চালক নিহত
রাজবাড়ী প্রতিনিধি, ঢাকা টাইমস
প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৩১

রাজবাড়ীর বালিয়াকান্দিতে নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে চালক মো. হামজা শেখ (২৫) নিহত হয়েছেন।
শুক্রবার দুপুর দুইটায় রাজবাড়ী - বালিয়াকান্দি সড়কের গণপত্যা হড়াই ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হামজা শেখ বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বংকুর গ্রামের মো. মতিন শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বালিয়াকান্দি থেকে অতিরিক্ত মালবোঝাই করে রাজবাড়ী যাওয়ার সময় দ্রুত গতির নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পতিত হয়। এতে ঘটনাস্থলেই চালক নিহত হন।
(ঢাকা টাইমস/০৯ফেব্রুয়ারি/ প্রতিনধি/পিএস)

মন্তব্য করুন