শাহবাগে সংবাদকর্মীদের ওপর ফুল বিক্রেতাদের হামলা

​​​​​​​ঢাবি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ২১:২১
অ- অ+

ফুলের দাম বৃদ্ধির কারণ জিজ্ঞেস করায় শাহবাগের ফুলের দোকানের সামনে তিন সাংবাদকর্মীকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ উঠেছে দোকানকর্মীদের বিরুদ্ধে। ঘটনায় একজন চোখে গুরুতর আঘাত পেয়েছেন।

মঙ্গলবার বিকালে শাহবাগ ফুলতলা ফ্লাওয়ার শপে ঘটনা ঘটে। মারধরের শিকার সাংবাদকর্মীরা হলেন নিউজ বাংলা টোয়েন্টিফোর ডটকমের মনিরুল ইসলাম, রেডিও টুডের মো. ইমদাদুল আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের রাসেল সরকার। তারা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে কর্মরত। এর মধ্যে ইমদাদুল আজাদ চোখে গুরুতর আঘাত পেয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

হামলার শিকার মনিরুল ইসলাম বাদী হয়ে শাহবাগ থানায় মামলার আবেদন করেছেন। এতে সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ছয়-সাতজনকে অভিযুক্ত করা হয়েছে। অভিযুক্তরা হলেন পায়েল (৩৫), সাল্লু (২৭), আব্দুর রাজ্জাক (৩৫), বুলু (৩২), দিদার (৩১), বাবু (৩০) জাহাঙ্গীর (৩২) তারা সবাই শাহবাগ ফুল মার্কেটের কর্মচারী।

মামলার এজাহারে মনিরুল ইসলাম বলেন, তিনি তার সহকর্মী রাসেল সরকারসহ শাহবাগ ফুল মার্কেটে ফুলের দাম বাড়ার কারণ সংক্রান্ত সংবাদ সংগ্রহে যান। তারা ফুলতলা ফ্লাওয়ার শপে কর্মরত পায়েলকে জিজ্ঞেস করলে তিনি খারাপ আচরণ শুরু করেন এবংভুয়া সাংবাদিক’ বলে মন্তব্য করেন।

আমরা মৌখিকভাবে প্রতিবাদ করায় পায়েল উত্তেজিত হয়ে আমাকে এলোপাতাড়ি কিল, ঘুষি চড়-থাপ্পড় মারতে শুরু করেন। পরে বর্ণিত বিবাদীরাসহ অজ্ঞাতনামা আরও ছয়-সাতজন বিবাদী এসে আমাদের দুজনকে মারপিট করে।বলেন মনিরুল।

মামলার অভিযোগে আরও বলা হয়, বিষয়টি জানতে পেরে মো. ইমদাদুল আজাদ ঘটনাস্থলে গিয়ে জানতে চাইলে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে তাকেও মারধর করে। এতে ইমদাদের চোখে গুরুতর আঘাত করা হয়। এরমধ্যে আশেপাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী আমাদেরকে চিনতে পেয়ে ঘটনাস্থল থেকে উদ্ধার করে এবং ইমদাদুল আজাদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসার জন্য নিয়ে যায়।

শাহবাগ ফুলতলা ফ্লাওয়ার সপের মালিক মো. মেরিন শেখ। তিনি শাহবাগভিত্তিক পাইকারি ফুল বিক্রেতাদের সংগঠন ঢাকা ফুল ব্যবসায়ী কল্যাণ বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক। সাংবাদিকদের ওপর হামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি ঘটনাস্থলে ছিলাম না। ঢাকার বাইরে আছি। শুনেছি দোকানে ঝামেলা হয়েছে।

ঘটনার মামলা হচ্ছে বলে ঢাকাটাইমসকে জানিয়েছেন শাহবাগ থানার ওসি মোস্তাজিরুর রহমান।

(ঢাকাটাইমস/১৩ফেব্রুয়ারি/এসকে/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের ২০০ কেজি ওজনের বোমা পাওয়া গেল মুন্সীগঞ্জে, নিষ্ক্রিয় করল সিটিটিসি
চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ ত্বরান্বিত করার নির্দেশ প্রধান উপদেষ্টার
আইইউবিএটি-তে চীনা ভাষা কোর্সের উদ্বোধন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা