টাঙ্গাইলে মাদরাসা শিক্ষক হত্যার ঘটনায় মামলা দায়ের

টাঙ্গাইলের ভূঞাপুরে মাদরাসা শিক্ষক আব্দুল হক মাস্টার (৫৮) হত্যা ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
শনিবার দুপুরে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসান উল্লাহ্ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাতে ভূঞাপুর থানায় মামলা দায়ের করেন নিহত মাদরাসা শিক্ষক আব্দুল হক মাস্টারের স্ত্রী আয়েশা খাতুন।
আসামিরা হলেন, উপজেলার নিকরাইল ইউনিয়নের সারপলশিয়া এলাকার জাহানারা বেগম জয়নব (৩৮) তার স্বামী আব্দুল বারেক (৪৮) এবং একই এলাকার প্রতিবেশী সবুর ও জাকির।
শনিবার সকালে গ্রেপ্তারকৃত আসামিদের ৬দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে ভূঞাপুর থানার উপপরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) কামরুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিদের ৬ দিনের রিমান্ড চেয়ে শনিবার সকালে আদালতে পাঠানো হয়েছে। এজাহারভুক্ত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, গত ১৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার শিক্ষক আব্দুল হক মাস্টার নিখোঁজ হন। পর দিন ১৬ ফেব্রুয়ারি বিকালে উপজেলার নিকরাইল ইউনিয়নের সারপলশিয়া গ্রামের জাহানারা ও তার স্বামী বারেকের ঘরের পাশ থেকে বালু চাপা অবস্থায় ওই শিক্ষকের মরদেহ উদ্ধার করে ভূঞাপুর থানা পুলিশ।
শিক্ষক আব্দুল হক মাস্টার উপজেলার নিকরাইল ইউনিয়নের সারপলশিয়া গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে এবং পলশিয়া দাখিল মাদরাসার সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
(ঢাকাটাইমস/১৭ফেব্রুয়ারি/প্রতিনিধি/পিএস)

মন্তব্য করুন