বিপিএলের বাকি ম্যাচে মুস্তাফিজের খেলা নিয়ে এবার যা জানালেন বিসিবির চিকিৎসক

বাংলাদেশ প্রিমিয়ার লিগ- বিপিএলের চট্টগ্রাম পর্বে আজ কোনো খেলা নেই। তাই দলগুলো আজ ব্যস্ত অনুশীলনে। আর সেই অনুশীলনেই ঘটলো এক দুর্ঘটনা। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বড় তারকা মুস্তাফিজুর রহমান অনুশীলনের সময় মাথায় আঘাত পেয়েছেন। প্র্যাকটিস সেশনে ক্যারিবিয়ান ক্রিকেটার ম্যাথু ফোর্ডের বল ফিজের মাথায় আঘাত করে। এরপর তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মুস্তাফিজ আঘাত পাওয়ার বিষয়টি নিশ্চিত করে কুমিল্লার মিডিয়া ম্যানেজার খান নয়ন বলেন, মাথায় লেগেছে। এরপর বসে ছিল মাঠে, যদিও রক্ত বের হয়েছে বেশ খানিকটা। তবে সে স্বাভাবিকভাবে কথা বলেছে। তাৎক্ষণিক হাসপাতালে নেয়া হয় তাকে। তার সঙ্গে দলের দায়িত্বে থাকা সবাই গেছে।
রবিবার (১৮ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলনের সময় ওই ঘটনা ঘটে। ইম্পেরিয়াল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর মুস্তাফিজের সবশেষ অবস্থা জানিয়েছে কুমিল্লার টিম ম্যানেজমেন্ট। এতে করে কিছুটা স্বস্তিই পেতে পারেন টাইগার ক্রিকেটের ভক্তরা। তারা জানিয়েছে, মুস্তাফিজের আঘাত কেবলই বাইরের দিকে। কোনো প্রকার ঝুঁকির মধ্যে থাকতে হচ্ছে না তাকে।
ইম্পেরিয়াল হাসপাতালের পরীক্ষা-নিরীক্ষা শেষে কুমিল্লা ভিক্টোরিয়ানসের টিম ফিজিও জাহিদুল ইসলাম সজল জানান, সিটি স্ক্যানের পর আমরা সন্তুষ্ট যে, এটা কেবলই বাহ্যিক ইনজুরি। অভ্যন্তরীণ কোনো রক্তক্ষরণ হয়নি। বর্তমানে তিনি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ফিজিও টিমের নিবিড় তত্ত্বাবধানে আছেন। এছাড়া তার ক্ষতে পাঁচটি সেলাই লাগানো হয়েছে।
তবে মুস্তাফিজকে নিয়ে বিসিবির চিকিৎসকের দুশ্চিন্তা তার কনকাশন (মাথায় আঘাত পাওয়াজনিত সমস্যা) নিয়ে। দেবাশিষ চৌধুরী সংবাদমাধ্যকে বলেন, মুস্তাফিজের সিটি স্ক্যান রিপোর্ট ভালো, কোনো ইন্টারনাল ইনজুরি নেই। এক্সটারনাল ইনজুরি আছে। সেলাই লেগেছে পাঁচটার মতো। কিন্তু যেহেতু মাথার চোট, তাই সে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে থাকবে।
মাথায় এমন চোটের পর মুস্তাফিজ বিপিএল খেলতে পারবেন তো? এমন প্রশ্নে দেবাশিষ চৌধুরীর জানান, খেলতে না পারার কিছু নেই। তবে বিষয়টা যেহেতু মাথার চোট…এমনিতে সাধারণত সেলাই থাকলে তো আমরা ৪-৫ দিন (খেলতে) নিষেধ করি। সেটা এখন মূল বিষয় নয়। এখন মাথার চোটটা পার হলে সেটা দেখা যাবে। কনকাশনের ব্যাপারটা আগে ক্লিয়ার হোক, তারপর দেখব। আপাতত স্ক্যানটা ভালো, এটাই বড় কথা।
উল্লেখ্য, আগামীকাল সোমবার (১৯ ফেব্রুয়ারি) দিনের প্রথম ম্যাচে কুমিল্লা মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্সের। কালকের ম্যাচে যে মুস্তাফিজকে পাচ্ছে না কুমিল্লা তা একপ্রকার নিশ্চিত বলা যায়।
(ঢাকাটাইমস/১৮ ফেব্রুয়ারি/এনবিডব্লিউ)

মন্তব্য করুন