টস জিতে রংপুরকে ব্যাটিংয়ে পাঠাল কুমিল্লা

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:২৯
অ- অ+

দুই দলই নিশ্চিত করে ফেলেছে প্লে-অফে। তবে দুইয়ে জায়গা করে নিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে ম্যাচটা গুরুত্বপূর্ণ। অন্যদিকে রংপুর রাইডার্সও জয়ের ধারা ধরে রাখতে চায়। এবারের বিপিএলে সবচেয়ে ধারাবাহিক দুই দলের জমজমাট লড়াই দেখতে অপেক্ষায় দর্শক-সমর্থকরাও। এই ম্যাচ দিয়ে শেষ হচ্ছে এবারের বিপিএলের চট্টগ্রাম পর্ব।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দিনের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সের প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দুই দলের লড়াইয়ে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লার অধিনায়ক লিটন দাস। ব্যাটিংয়ে নামতে প্রস্তুত রংপুর।

গতকাল ফরচুন বরিশালের বিপক্ষে তুমুল উত্তেজনাপূর্ণ ম্যাচে ১ উইকেটে জয় পায় রংপুর। পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দলটিকে এবার চ্যালেঞ্জ জানাচ্ছে বিপিলের বর্তমান চ্যাম্পিয়নরা। সব শেষ ম্যাচে কুমিল্লা অবশ্য সিলেটের কাছে হেরেছে। আজ তাই রংপুরের বিপক্ষে জয়ের ধারায় ফিরতে বদ্ধ পরিকর তারা।

প্লে-অফের আগে ব্যাটে-বলে দারুণ ছন্দে আছেন সাকিব আল হাসান। ব্যাট যেমন হাসছে, তেমনিই নিয়মিত উইকেটও পাচ্ছেন। টুর্নামেন্টের শুরুতে রান না পেলেও শেষ কয় ম্যাচে ব্যাট হেসেছে কুমিল্লার অধিনায়ক লিটন দাসেরও।

রংপুর রাইডার্স একাদশ: ব্রেন্ডন কিং, রনি তালুকদার, সাকিব আল হাসান, টম মুরস, নুরুল হাসান সোহান (অধিনায়ক), জিমি নিশাম, মাহেদী হাসান, শামিম হোসেন, হাসান মাহমুদ, আবু হায়দার রনি ও ইমরান তাহির।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ: লিটন দাস (অধিনায়ক), মাহিদুল ইসলাম অঙ্কন, তাওহীদ হৃদয়, মঈন আলি, জাকের আলি, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, মুশফিক হাসান, তানভীর ইসলাম, ম্যাথু ফোর্ডে, রিশাদ হোসেন।

(ঢাকাটাইমস/২০ ফেব্রুয়ারি/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আজ কুলাউড়ায় বিভিন্ন কর্মসূচিতে যোগ দেবেন জামায়াতের আমির
গাজীপুরে মসজিদের ইমাম হত্যায় আল্লামা ইমাম হায়াতের প্রতিবাদ
গরমে আরাম পেতে তরমুজ খাচ্ছেন ধুমছে? ক্ষতি সম্পর্কে জানেন তো
ঝিনাইদহে ধানখেত থেকে কৃষকের লাশ উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা