শহীদ মিনারে বিশৃঙ্খলার অভিযোগে যুবক আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৫৭| আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:০১
অ- অ+

মঙ্গলবার দিবাগত রাত ১২টায় অমর একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাবশহীদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এরপর প্রটোকল অনুযায়ী রাষ্ট্রীয় অন্যান্য শীর্ষ ব্যক্তি ও কর্মকর্তাদের শ্রদ্ধা নিবেদনের পর জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় কেন্দ্রীয় শহীদ মিনার।

জনসাধারণের পুষ্পার্ঘ্য অর্পনের পালা শুরু হতেই বিশৃঙ্খলার দায়ে এক যুবককে আটকের ঘটনা ঘটে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সড়কের সামনে বঙ্গবন্ধু টাওয়ারের কাছে থাকা নিরাপত্তা চৌকিতে বিশৃঙ্খলার দায়ে ওই যুবককে আটক করে শাহবাগ থানা পুলিশ।

তবে কী কারণে, কাকে আটক করা হল সে বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যায়নি। ঢাকা টাইমসের প্রতিবেদকরা ঘটনার সময় ছবি তুলতে গেলে কর্তব্যরত পুলিশ বাধা প্রদান করে।

'পরবতীতে ওই যুবক মদ্যপ অবস্থায় বিশৃঙ্খলার চেষ্টা করছে বলে আটক করা হয়েছে' এমন তথ্য জানানো হয় পুলিশের পক্ষ থেকে।

আটক যুবক ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের আবাসিক ছাত্র বলে জানা গেছে। তবে তার নাম পরিচয় জানা যায়নি।

(ঢাকাটাইমস/২১ফেব্রুয়ারি/এএম/এসকে/এমআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নরসিংদীতে নির্মাণাধীন কারখানায় হামলা, যুবদল নেতা গ্রেপ্তার
সোমবার ঢাকা ও নারায়ণগঞ্জের যেসব এলাকায় ১১ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে
আবারো কন্যা সন্তানের বাবা হলেন নেইমার
ইসলামি এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় যুক্ত হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা