আজকের দিনে নেই শুধু ভাষা সৈনিক মীর শহীদ মণ্ডল

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০২
অ- অ+

উত্তরাঞ্চলের রাজনীতিক, ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের সৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, কৃষক ও সমবায় আন্দোলনের নেতা ছিলেন ভাষা সৈনিক মীর শহীদ মণ্ডল। তিনি ছিলেন জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি।

প্রতি বছরের ন্যায় অমর একুশে ফেব্রুয়ারি ও মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবারো এলো, নেই শুধু ভাষা সৈনিক মীর শহীদ মণ্ডল। এই মহান নেতা আজও জয়পুরহাটের ইতিহাসে অভুলনীয় ।

১৯৩২ সালে উপজেলার খাসবাগুড়িয়া গ্রামের এক কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। পিতা হাতেম আলী মণ্ডল ও মা নুরুন্নাহার বেগমের অত্যন্ত স্নেহ আদর আর ভালোবাসা নিয়ে বড় হন মীর শহীদ মণ্ডল।

২০১৬ সালের ১০ জুলাই শনিবার বিকাল সাড়ে ৪টায় রাজধানী ঢাকার সিএমএইচ হাসপাতালে না ফেরার দেশে তিনি চলে যান। মৃত্যুকালে তার বয়স ছিল ৮৪ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়েসহ বহুগুণগ্রাহী রেখে গেছেন। তাই আজ একুশে এলেই স্মরণ হয় তার কথা।

(ঢাকাটাইমস/২১ফেব্রুয়ারি/প্রতিনিধি/জেডএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাইবান্ধায় মাদক মামলায় যুবকের যাবজ্জীবন
মানসিক স্বাস্থ্য ভালো রাখার ১০ উপায়
কারাগারে সেলিনা হায়াৎ আইভী, যে মামলায় গ্রেপ্তার
মির্জাপুরে উদ্ধার হওয়া গরু ফিরিয়ে দিতে ৫০ হাজার টাকা চাইলেন এসআই
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা