তিশার মায়ের ফেসবুক লাইভ

মুশতাক ‘নিজেকে বাঁচাতে যা করছেন’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৩৫ | প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৩১

সিনথিয়া ইসলাম তিশা ও খন্দকার মুশতাক আহমেদের অসম বিয়ে নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। এর ধারাবাহিকতায় সম্প্রতি বইমেলায় গিয়ে তিরষ্কৃত হয়েছেন মুশতাক। এক পর্যায়ে তাকে মেলা থেকে বের হয়ে যেতে বাধ্য করেন একদল তরুণ।

এই বিতর্কিত বিয়ে নিয়ে কিছুদিন ধরে মুশতাকের বিরুদ্ধে নানা অভিযোগ করছিলেন তিশার বাবা সাইফুল ইসলাম। এবার তিশার মা বললেন, “মুশতাক নিজেকে বাঁচাতে তিশাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।”

মঙ্গলবার ফেসবুক লাইভে এ কথা বলেন তিনি।

ফেসবুক লাইভে তিশার মা বলেন, “তিশাকে ব্লাকমেইল করেছেন খন্দকার মুশতাক আহমেদ। তাকে জিম্মি করে কাবিননামায় স্বাক্ষর নিয়েছে।”

বিয়ে করেছে কাজী ছাড়া আর কোনো এর সাক্ষি নেই বলে উল্লেখ করেন তিনি।

সিনথিয়া ইসলাম তিশার মা আরও বলেন, “তিশা এখন যা বলছে সব শেখানো কথা। এখন মুশতাক নিজে বাঁচতে তিশাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। মুশতাক ভালো করেই জানে যে, তিশা একবার মুখ খুললে তার (মুশতাক) খবর আছে।”

তিশা বাবা-মায়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে জানিয়ে তিনি বলেন, “তাকে (তিশা) মুশতাক কোনোভাবেই যোগাযোগ করতে দিচ্ছে না। তিশা অনেক ভীতু এবং সহজ সরল। তাকে যেভাবে পরিচালনা করছে সেভাবে সে পরিচালিত হচ্ছে।”

মুশতাক জোর করে কাবিননামায় তিশার স্বাক্ষর নিয়েছে দাবি করে তার মা বলেন, “খন্দকার মুশতাকের বিচার ও শাস্তি চাই। আমার মেয়েকে জিম্মি করে কাবিননামায় সই দিতে বলে মুশতাক। কিন্তু আমার মেয়ে সই দিবে না, তখন বলে যে তোমার ছবি ভিডিও ইন্টারনেটে ছেড়ে দিব। টিসি দিয়ে স্কুল থেকে বের করে দিব। আমি গভর্নিং বডির সদস্য; প্রিন্সিপাল আমার ক্লোজ, এটা তো জানোই। বাধ্য হয়ে তিশা সই করে।”

উল্লেখ্য, আইডিয়াল স্কুলের দশম শ্রেণিতে পড়ুয়া তিশাকে টার্গেট করে নিজের মেয়ের মাধ্যমে কবজায় নেন খন্দকার মুশতাক। এর পর ব্ল্যাক মেইল করে বিয়ে করেন বলে অভিযোগ তিশার বাবার।

(ঢাকাটাইমস/২১ফেব্রুয়ারি/এফএ)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

আন্দোলনে ১০৫ জন শিশু নিহত: শিশু বিষয়ক উপদেষ্টা

দুই জাহাজের অগ্নিকাণ্ডের ঘটনা নাশকতা কি না, তা খুঁজতেই তদন্ত কমিটি

পুলিশকে জনবান্ধব করতে জোর দেবে সংস্কার কমিশন: সফর রাজ হোসেন

দেশকে অস্থিতিশীল পরিস্থিতির হাত থেকে রক্ষা করেছে সেনাবাহিনী: প্রধান উপদেষ্টা

ওবায়দুল কাদের-নানক-ডিবি হারুনদের গ্রেপ্তারের বিষয়ে যা বললো র‍্যাব

পূজামণ্ডপে ব্যাগ-পোটলা নিষিদ্ধসহ একগুচ্ছ পরামর্শ পুলিশ সদর দপ্তরের

পূর্বাঞ্চলে বন্যায় ক্ষতি ১৪ হাজার ৪২১ কোটি টাকা, ত্রাণ বিতরণে সমন্বয়হীনতা: সিপিডি

ঢাকায় এসে ছিনতাইকারীর হাতে খুন হলেন পাবনার যুবক

রাজধানীতে ২৫৭ মণ্ডপে হবে দুর্গাপূজা, চলছে জোর প্রস্তুতি

ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা

এই বিভাগের সব খবর

শিরোনাম :