ভিনিসিউসকে নিয়ে দুঃসংবাদ ব্রাজিল শিবিরে

সময়টা ভালো যাচ্ছে না ব্রাজিল ফুটবল দলের। হারের বৃত্তে বন্দি হয়ে পড়েছিল দলটি। ২০২৬ বিশ্বকাপ লাতিন আমেরিকা অঞ্চলের বাছাই পর্বেও খুব একটা ভালো অবস্থানে নেই পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।েএর মধ্যেই একের পর এক ফুটবলার ছিটকে যাচ্ছেন ম্যাচ থেকে।
ক্লাব ফুটবল শেষে এবার শুরু হচ্ছে আন্তর্জাতিক বিরতি। সেখানে দুইটি বাছাইপর্বের ম্যাচ খেলবে ব্রাজিল। লিভারপুলের হয়ে খেলার সময় চোট পেয়েছেন ব্রাজিলিয়ান গোলরক্ষক আলিসন বেকার। সে কারণে ব্রাজিলের হয়ে ম্যাচ দুইটি খেলতে পারবেন না তিনি। এবার রিয়াল মাদ্রিদের হয়ে খেলার সময় চোট পেয়ে বাছাইপর্বের ম্যাচ খেলতে পারবেন না ভিনিসিউস জুনিয়র।
আগামী ১১ অক্টোবর চিলি ও ১৬ অক্টোবর পেরুর বিপক্ষে ২০২৬ ফিফা বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ দুইটি খেলবে ব্রাজিল। ম্যাচ দুইটি উপলক্ষে গত ২৭ সেপ্টেম্বর ২৩ সদস্যের দল ঘোষণা করেছিলেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র। সেখানে ছিলেন আলিসন ও ভিনিসিউস। তবে চোটে পড়ে দুজনই মিস করতে যাচ্ছেন ম্যাচ দুইটি।
লা লিগায় গতকাল শনিবার রাতে ভিয়ারিয়ালের মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ। ম্যাচটিতে ২-০ গোলে জয় পায় লস ব্লাঙ্কোসরা। এদিন ম্যাচে ৭৩তম মিনিটে গোল পান ভিনিসিউস। তবে ৭৯ মিনিটেই ঘাড়ের ব্যথা নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে। পরে আজ রিয়াল জানা, ঘাড়ে চোট পেয়েছেন ভিনিসিউস। সেরে উঠতে বিশ্রাম দরকার তার। আন্তর্জাতিক বিরতির জন্য রিয়ালের পরের ম্যাচ ১৯ অক্টোবর। অর্থাৎ, ভিনিসিউসের চোটে রিয়াল বিপদে না পড়লেও বড় ক্ষতি হলো ব্রাজিলের।
ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে হ্যামিস্ট্রিংয়ের চোট পান লিভারপুলের আলিসন বেকার। ম্যাচের ১১ মিনিট বাকি থাকতে মাঠ ছেড়ে যেতে বাধ্য হন এই লিভারপুল গোলকিপার। লিভারপুলের কোচ আর্না স্লটের শঙ্কা, অন্তত বেশ কয়েক সপ্তাহ পাওয়া যাবে না অভিজ্ঞ এই গোলকিপারকে।
ফিফা ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে বেশ কঠিন সময় পার করছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ৮ ম্যাচ খেলে মাত্র ২ জয় তাদের। লাতিন আমেরিকা অঞ্চলের ১০ দলের মধ্যে পঞ্চম স্থানে আছে তারা। বিশ্বকাপের মূলপর্ব সরাসরি নিশ্চিত করতে সামনের ম্যাচগুলোতে ভালো খেলার কোনো বিকল্প নেই ব্রাজিলের সামনে।
(ঢাকাটাইমস/০৬ অক্টোবর/এনবিডব্লিউ)

মন্তব্য করুন