আন্দোলনে ১০৫ জন শিশু নিহত: শিশু বিষয়ক উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ অক্টোবর ২০২৪, ১৭:৫৩
অ- অ+

বৈষম্যবিরোধী আন্দোলনে ১০৫ জন শিশু নিহত হয়েছে। তাদের প্রত্যেকের পরিবারকে ৫০ হাজার টাকা করে সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

রবিবার সচিবালয়ে নিজ কার্যালয়ে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা জানান, এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী ছাত্র-জনতার আন্দোলনকে কেন্দ্র করে জুলাই থেকে আগস্ট ১০৫ জন শিশুর মৃত্যু হয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে। নিহত শিশুদের পরিবারকে ৫০ হাজার টাকা করে সহায়তা দেওয়া হবে।

তিনি বলেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক ভাতা বিধবা ভাতাসহ মহিলা ও শিশু মন্ত্রণালয়ের বিভিন্ন ভাতা দেওয়ার ক্ষেত্রে ১ কোটি ২০ লাখ সুবিধা ভোগীর মধ্যে তালিকা প্রণয়নের ক্ষেত্রে ৪৩ শতাংশই ভাতা পাওয়ার যোগ্য নয় বলে ইউনিসেফের পর্যবেক্ষণে জানানো হয়ছে। বিশ্ব ব্যাংকও বিষয়টি গুরুত্ব সহকারে নিয়েছে এবং ত্রুটিমুক্ত করার পরামর্শ দিয়েছে। এজন্য তালিকাটি যাচাই-বাছাই করা হবে।

সব সরকারি প্রতিষ্ঠানে ডে-কেয়ার সেন্টার করার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, এ বিষয়ে সহযোগিতা করবে মন্ত্রণালয়।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন নিয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা হয়নি। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা চলছে। এ সময় সংস্কারের পর নির্বাচন হবে বলেও জানান তিনি।

(ঢাকাটাইমস/০৬অক্টোবর/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাজা মওকুফে আরও ২৯ বন্দির মুক্তি: ২০২৫ সালে মোট মুক্ত ১০৭ জন
আবু সাঈদ হত্যা ও ছয় মরদেহ পোড়ানোর মামলার আসামিরা ট্রাইব্যুনালে হাজির
প্রথম প্রেমের স্পর্শ: পাঠকের উদ্দেশ্যে লেখকের বার্তা
কাশিয়ানীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা